Advertisement
Advertisement
Fatafati Celebration

বক্স অফিসে ‘ফাটাফাটি’র দুরন্ত ইনিংস, ২৫ দিনের সেলিব্রেশনে ঋতাভরী-আবির-স্বস্তিকারা

দক্ষিণ কলকাতার এক অভিজাত শপিং মলে এই সেলিব্রেশনের আয়োজন হয়েছিল।

বক্স অফিসে দুরন্ত ইনিংস 'ফাটাফাটি'র। ২৫ দিন পূর্তির সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ঋতাভরী, আবির, স্বস্তিকারা।

দক্ষিণ কলকাতার এক অভিজাত শপিং মলে এই সেলিব্রেশনের আয়োজন হয়েছিল। ছবির প্রায় গোটা টিম হাজির ছিল সেখানে।

আবির, ঋতাভরী, স্বস্তিকাদের পাশাপাশি ক্যামেরার সামনে পোজ দেন সোমা চক্রবর্তী, অস্মি ঘোষরা। সঙ্গে ছিলেন পরিচালক অরিত্র।

'ফাটাফাটি' কেক কেটে হয় সেলিব্রেশন বাচস্পতি অর্থাৎ আবিরকে কেক খাইয়ে দেন ঋতাভরী।

শুধু ফুল্লরা (ঋতাভরী) নয়, বিকি সেন ওরফে স্বস্তিকার সঙ্গেও ক্যামেরার সামনে পোজ দেন আবির।