Advertisement
Advertisement
Diogo Jota

ফুরায় এ জীবনের সব লেনদেন… চোখের জলে শেষবিদায় জোটাকে, কেন অনুপস্থিত রোনাল্ডো?

তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার।

১০

গাড়ি দুর্ঘটনায় অকালে প্রয়াত হয়েছেন লিভারপুল এবং পর্তুগাল ফরোয়ার্ড দিয়োগো জোটা। তাঁর সঙ্গে না ফেরার দেশে চলে গিয়েছেন তাঁর ভাই আন্দ্রে সিলভাও। তাঁদের আকস্মিক প্রয়াণে শোকাহত ফুটবল দুনিয়া। দু'জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার।

১০

তাঁদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন লিভারপুলের একাধিক ফুটবলার। ছিলেন পর্তুগালের অনেক তারকা।

১০

পর্তুগালের গন্দোমারের ইগরেজা মাতরিজ গির্জায় তাঁদের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় সময় সকাল ১১টার অনেক আগে থেকেই গির্জা চত্বরে থিকথিকে ভিড় লক্ষ্য করা যায়। রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বহু। প্রত্যেকেই শোকস্তব্ধ।

১০

এরমধ্যেই দেখা যায় লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইককে। তাঁর হাতে ছিল লাল ফুলের স্তবক। তাতে সাদা ফুল দিয়ে লেখা '২০'। এই সংখ্যার জার্সি পরেই খেলতেন জোটা। অন্যদিকে, আর-এক লিভারপুল ফুটবলার অ্যান্ডি রবার্টসন হাতে ছিল '৩০' লেখা ফুলের স্তবক। যা পরতেন জোটার ভাই আন্দ্রে সিলভা।

১০

ছিলেন পর্তুগালের জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ। তাছাড়াও উপস্থিত হয়েছিলেন বের্নার্দো সিলভা এবং রুবেন দিয়াস হাজির ছিলেন। আর্নে স্লট, জো গোমেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররাও ছিলেন।

১০

শুক্রবার রুবেন নেভেস আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। সেই ম্যাচ খেলেই তিনি শেষকৃত্যে হাজির থাকার জন্য বিমান ধরেছিলেন।

১০

তবে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তিনি কেন আসেননি তা নিয়ে নানান তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, CR7 যদি শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হতেন, তাহলে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। সৃষ্টি হতে পারত বিশৃঙ্খলা। সেই কারণে তাঁকে দেখা যায়নি।

১০

শুক্রবার লিভারপুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “২০২৪-২৫ মরশুমে লিভারপুলের শিরোপা জয়ে জোটার অবদার অনস্বীকার্য। তাঁর অসাধারণ দক্ষতা এবং স্ট্রাইকগুলি চিরকাল মনে রাখবে ক্লাব। এপ্রিলের মার্সিসাইড ডার্বিতে তাঁর একমাত্র গোলে জিতেছিল লিভারপুল। সেটিই ক্লাবের হয়ে জোটার শেষ গোল। সেই সম্মানেই তাঁর ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।” এই প্রথমবার ক্লাবের ইতিহাসে কোনও ফুটবলারের স্মরণে জার্সি নম্বরের অবসর ঘোষণা করল লিভারপুল।

১০

২০২৭ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল জোটার। লিভারপুল ঘোষণা করেছে, আগামী দু'বছর দিয়োগো জোটার পুরো বেতন অর্থাৎ ১ কোটি ৪৫ লক্ষ পাউন্ড তাঁর পরিবারকে দেবে ক্লাব। তাছাড়াও তাঁর সন্তানদের জন্য বিশেষ শিক্ষা ফান্ডও গঠন করা হবে।

১০ ১০

পর্তুগালের পোর্তোয় জন্ম হয় দিয়োগোর। তিনি ফুটবল জীবন শুরু করেন পাকোস ডি ফেরেরার যুব দলে। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর পোর্তো ও উলভারহ্যাম্পটনে খেলে ২০২০ সালে যোগ দেন লিভারপুলে। ‘রেডস’-এর হয়ে জিতেছেন লিগ কাপ এবং এফএ কাপ। সদ্য চ্যাম্পিয়ন হয়েছেন ২০২৪-২৫ মরশুমের প্রিমিয়ার লিগ। লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে গোল করেছেন ৪৭টি। তাছাড়াও ২০১৯ এবং ২০২৫-এর উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলের সদস্যও জোটা।