Advertisement
Advertisement
Ulta Rath

জগন্নাথের কৃপা পেতে দিঘা-মাহেশ-মায়াপুরে পুণ্যার্থীর ঢল, দেখুন উলটোরথের অ্যালবাম

কলকাতার ইসকনের উলটো রথযাত্রায় উপস্থিত ছিলেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী ঈশা হালদার এবং সুস্মিতা চট্টোপাধ্যায়।

১২

উলটোরথেও দিঘায় লোকারণ্য। ২টো নাগাদ মাসির বাড়ি থেকে রথের রশিতে টান পড়ে।

১২

রথযাত্রার মতোই উলটো রথেও সৈকতশহরে থাকছে আটসাঁট নিরাপত্তা ব্যবস্থা। মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এলাকা।

১২

মহাপ্রভুকে রাজভোগ দেওয়া হয়। তারপর সমস্ত নিয়ম মেনেই মাসির বাড়ি ছেড়ে মন্দিরের পথে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

১২

কলকাতার ইসকনের উলটো রথযাত্রায় উপস্থিত ছিলেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী ঈশা হালদার এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: কৌশিক দত্ত

১২

জওহরলাল নেহরু, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড ধরে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে হাঙ্গারফোর্ডে পৌঁছয় রথ। যার প্রভাব পড়ে যান চলাচলে। ছবি: কৌশিক দত্ত

১২

আট দিন মাসির বাড়িতে কাটিয়ে শনিবার বিকেলে ঐতিহাসিক মাহেশের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সুউচ্চ রথে করে রওনা দেন দেড় কিলোমিটার দূরে নিজগৃহের উদ্দেশ্যে। নিজস্ব চিত্র

১২

এদিন হাজার হাজার ভক্ত ভিড় জমান মাহেশে। এখানকার রথে জগন্নাথ দক্ষিণা কালী, বলরাম উগ্র তারা এবং সুভদ্রা ভুবনেশ্বরী রূপে বিরাজ করেন। নিজস্ব চিত্র

১২

ভোর পাঁচটায় অন্নভোগ নিবেদন করে তিন বিগ্রহকে মন্দির চাতালে এনে রাখা হয়। মাসির বাড়িতে অগণিত ভক্ত এসে ভিড় জমান প্রভু জগন্নাথের পদত। নিজস্ব চিত্র

১২

উলটো রথে মাহেশের জগন্নাথকে জড়িয়ে ধরা যায় এবং নিজের হাতে মালা পরানো যায়। নিজস্ব চিত্র

১০ ১২

ইসকনেও ধুমধাম করে পালিত হয় উলটোরথযাত্রা। নিজস্ব চিত্র

১১ ১২

রাস্তার দু'ধারে ভিড় জমিয়েছিল অগণিত পুণ্যার্থী। নিজস্ব চিত্র

১২ ১২

অপরূপ রূপে সেজে উঠেছিলেন প্রভু জগন্নাথ। নিজস্ব চিত্র