একসময়ে টেলিভিশনের পর্দায় ছিল তাঁর নিত্য আসা যাওয়া। বাংলা ও হিন্দি টেলিভিশনে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। তিনি বঙ্গকন্যা টিনা দত্ত।
এইমুহূর্তে তাঁকে সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও সোশাল মিডিয়ায় টিনা বেশ সক্রিয়।
এবার এক্কেবারে নতুন লুকে ধরা দিলেন তিনি। তার সাজ দেখে মনে হচ্ছে যেন 'আরব্য রজনী'র হাতছানি। আর সেই লুকেই ঘায়েল নেটপাড়া। নেটিজেনরা টিনার এই লুকে রীতিমতো চমকে গিয়েছেন।
কালো পোশাকের সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে নজর কেড়েছেন অভিনেত্রী। সঙ্গে নজর কেড়েছে তাঁর শরীরী বিভঙ্গী।
বহু বছর আগে 'উত্তরণ' ধারাবাহিকে নজর কেরেছিলেন টিনা। এক্কেবারে সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। বিগ বস ১৬' সিজনে অংশ নিয়েছিলেন টিনা তখন তাঁকে নিয়মিত আবার টিভির পর্দায় দেখতে পাচ্ছিলেন দর্শক।
তবে মুম্বইতে কাজের সূত্রে থাকলেও বাঙালি সাজেও কিন্তু বারবার মন কেড়ে নিয়েছেন টিনা।
শিশুশিল্পী হয়ে শুরু করেছিলেন অভিনয়ের জার্নি। এখন তাঁকে চেনেন বহু দর্শক। (ছবি: টিনা দত্তর ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.