Advertisement
Advertisement

Breaking News

Shahid Diwas Mamata Banerjee

নানা সাজে রঙিন একুশের ধর্মতলা, বৃষ্টির মাঝেই ছাতা মাথায় সমর্থকের ঢল

দুবছর পরে ফের জনসমুদ্র কলকাতায়।

১০

একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেই উপলক্ষ্যে রাজ্যের নানা প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন। প্রিয় দলের পতাকায় সেজে উঠেছেন দলীয় কর্মীরা।

১০

বিভিন্ন বাজনা বাজিয়ে দলের জয়গান গেয়েছেন সমর্থকরা। সব বয়সের মানুষের ভিড়ে সেজে উঠেছিল ধর্মতলা।

১০

করোনা অতিমারীর কারণে দু'বছর বন্ধ ছিল শহিদ দিবসের উদযাপন। বিধানসভা ভোটে বিপুল জয়ের পর প্রথমবার নেত্রীর ভাষণ শুনতে মুখিয়ে রয়েছেন দলীয় কর্মীরা।

১০

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি ভালবাসা প্রকাশ করতে "উই লাভ দিদি অ্যান্ড এবি" লিখে এনেছেন সমর্থকরা।

১০

সমাবেশে অংশ নিয়েছিলেন মহিলারাও। নিজেদের ঐতিহ্যবাহী সাজেই সামিল হয়েছিলেন তাঁরা।

১০

তুমুল বৃষ্টি সত্ত্বেও নড়লেন না কর্মীরা। ছাতা মাথায় ঠায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনলেন তাঁরা।

১০

বৃষ্টি থামার পরেও কমেনি জনসমাগম। দলনেত্রীর বার্তার অপেক্ষায় ছিলেন সকলেই।

১০

দলীয় পতাকার রঙে সেজে উঠেছেন এক সমর্থক।

১০

বিপুল ভোটে জয়ের পরে প্রথম সমাবেশ। উল্লাসে ফেটে পড়েছেন কর্মী-সমর্থকরা।

১০ ১০

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।