ডিসেম্বরের শুরু থেকেই দক্ষিণবঙ্গজুড়ে ঝোড়ো ব্যাটিং করছে শীত। বইছে উত্তুরে হাওয়া। পাল্লা দিয়ে শীত বা়ড়ছে উত্তরেও। এরই মাঝে সিকিমের লাচুং, লাচেনে শুরু শিলাবৃষ্টি। ব্যাপক তুষারপাত সান্দাকফুতে।
বাড়ি, রাস্তা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি, যতদূর চোখ যায় নজরে শুধুই বরফ আর বরফ। এ যেন এক অন্য সৌন্দর্য।
তুষারপাতের জেরে স্বাভাবিকভাবেই তাপমাত্রা নেমেছে অনেকটাই।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চশৃঙ্গ সান্দাকফুতে প্রতিবছরই তুষারপাত হয়। সেই আকর্ষণেই বারবার সান্দাকফুতে হাজির হন পর্যটকরা। মাঝ ডিসেম্বরে সেই তুষারপাত চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা।
তবে এই তুষারপাতের ফলে রাস্তাও ঢেকেছে বরফে। ফলে পর্যটকরা বেড়াতে গিয়ে অনেকক্ষেত্রেই সমস্যায় পড়ছেন।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.