Advertisement
Advertisement

‘প্রয়োজনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসব’, হুঙ্কার মমতার

ডিএ আন্দোলনকারীদেরও তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে টানা ৩০ ঘণ্টা ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়।

ধরনা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তিনি বলেন, "জয়ললিতাও তো ধরনায় বসেছিলেন। আমিও তো আগে ধরনায় বসেছি। রাজীব কুমারের পিছনে যখন সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছিল তখনও তো ধরনায় বসেছিলাম। প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধরনায় বসব। সে হিম্মত আমার আছে। আমি তো জন প্রতিনিধি।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন তো আপনারা। আমিই ডবল ডিউটি পালন করছি। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য চালাচ্ছি আবার তৃণমূলের তরফে ধরনায় বসেছি।"

গ্যাস সিলিন্ডার নিয়েও বিক্ষোভ দেখান মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডের মঞ্চে ওয়াশিং মেশিন নিয়ে অভিনব প্রতিবাদ করেন মমতা।

শহিদ মিনারের সভা সেরে ধরনা মঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চ থেকেও আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান।