BREAKING NEWS

২৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ১১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

এপ্রিলে বাংলা নববর্ষ ছাড়াও রয়েছে একাধিক উৎসব, জেনে নিন কী কী

Published by: Abhisek Rakshit |    Posted: April 1, 2021 7:00 pm|    Updated: April 2, 2021 11:43 am

These are the festivals in India During April month | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, বারো মাসে তেরো পার্বণ। কয়েকদিন আগেই গিয়েছে দোল-হোলি। আজ এপ্রিল মাসের প্রথম দিন। এপ্রিল(April) মাসে বাঙালিদের নববর্ষ। নতুন বছর উদযাপনে মেতে ওঠেন সবাই। শুধু বাংলা নববর্ষ নয়, চলতি মাসে গোটা দেশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উৎসবও (Festival)। এক ঝলকে একবার দেখে নেওয়া যাক এপ্রিল মাসে কী কী উৎসব রয়েছে:

[আরও পড়ুন:নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ, টিকাকরণ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের]

২ এপ্রিল: রং পঞ্চমী
ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয় রং পঞ্চমী। রংয়ের উৎসব শেষ হয় রং পঞ্চমীর মধ্যে দিয়েই।  

২ এপ্রিল: গুড ফ্রাইডে(Good Friday)

খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন। ক্রুসবিদ্ধ অবস্থায় মৃত্যু থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণেই এই দিনটি পালিত হয়। খ্রিস্টানরা এই দিনটিকে পবিত্রদিন হিসেবে পালন করে। 

৩ এপ্রিল: শীতলা সপ্তমী, শীতলা অষ্টমী
চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী ও অষ্টমী তিথিতে শীতলা দেবীর পুজো করা হয়। এদিন অনেকের রীতি থাকে পান্তাভাত খাওয়ার। 

৪ এপ্রিল: ইস্টার সানডে

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। ইস্টার সানডে পূণ্য রবিবার হিসেবে পালিত হয়।

৭ এপ্রিল ও ২৩ এপ্রিল: পাপমোচন একাদশী ও কামদা একাদশী:

এই একাদশীতে ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে এই একাদশীকে পাপমোচন একাদশী বলা হয়ে থাকে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীতে কামদা একাদশী পালন করা হয়ে থাকে। 

[আরও পড়ুন:নিয়মে বদল CBSE’র, একবার খারাপ হলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পড়ুয়াদের]

৯ এপ্রিল ও ২৪ এপ্রিল: প্রদোষ ব্রত
প্রদোষ ব্রত মহাদেবের বিশেষ এক ধরনের ব্রত পুজো। কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।

১৩ এপ্রিল: উগাদি, গুড়ি পদওয়া, চৈত্র নবরাত্রি, ঝুলেলাল জয়ন্তী

বাসন্তী পুজো তিথিতে পালিত হয় চৈত্র নবরাত্রি। কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের মানুষরা আবার উগাদি উদযাপন করেন এই। গুড়ি পদওয়া মহারাষ্ট্র এবং গোয়ায় পালিত হয়। সিন্ধিরা ভগবান ঝুলালালের জন্মবার্ষিকীতে ঝুলেলাল জয়ন্তী উদযাপন করেন।

১৪ এপ্রিল: মকর সংক্রান্তি, বিহু, বৈশাখী ও বিশু কানি

হিন্দুদের উৎসব। অসম, কেরল ও পাঞ্জাবে এই উৎসবগুলি উদযাপিত হয়।

১৫ এপ্রিল: পয়লা বৈশাখ

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর। বাঙালিরা এই উৎসব উদযাপন করে থাকেন পয়লা বৈশাখে।এদিন গঙ্গা স্নান করে শিব-পার্বতীর পূুজো করে থাকেন হিন্দুরা। এদিন বাঙালিরা নতুন জামা পড়ে এই উৎসবে মেতে ওঠেন।আবার অনেক ব্যবসায়ীরা এদিন পুজো দিয়ে শুরু করেন নতুনভাবে ব্যাবসা। 

২১ এপ্রিল: রাম নবমী

শ্রী রামের জন্মোৎসবে পালিত হয় রামনবমী উৎসব। চৈত্র মাসের নবমীতে এই উৎসব পালন করা হয়। 

২৭ এপ্রিল: হনুমান জয়ন্তী

চৈত্র মাসের পূর্ণিমাতে উদযাপিত হয় এই উৎসব। পবন পুত্র হনুমানের জন্ম তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী।

৩০ এপ্রিল: বিকট সংকষ্টী চতুর্থী

চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থ তিথিতে সংকষ্টী চতুর্থী পালিত হয়। গণেশ ঠাকুরের ভক্তরা উপবাস করে পালন করেন।  

 

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে