Advertisement
Advertisement

Breaking News

BCCI

এখনও কাটেনি টি-২০ বিশ্বকাপের হ্যাংওভার! বিশ্বজয়ীদের ‘বাদশাহী আংটি’ উপহার বিসিসিআইয়ের

বোর্ডের উপহার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতদের উদ্বুদ্ধ করবে?

BCCI gifts 'Champions' ring for India's T20 World Cup 2024 winners
Published by: Subhajit Mandal
  • Posted:February 7, 2025 8:20 pm
  • Updated:February 7, 2025 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ জয়ের পর মাস ছয়েক কেটেছে। কিন্তু ভারতীয় ক্রিকেট মহল এখনও সেলিব্রেশনে ব্যস্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও সেই সেলিব্রেশনের মুড ধরে রাখতে চাইছে বিসিসিআই। সম্ভবত সেকারণেই ক্রিকেটারদের রীতিমতো বাদশাহী আংটি উপহার দিল বোর্ড। রত্নখচিত ওই আংটিতে বিশ্বজয়ের যাবতীয় স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসেছিল। তাতে বিশেষ সম্মানে ভূষিত হন শচীন তেণ্ডুলকর, জশপ্রীত বুমরাহ, স্মৃতি মন্ধানারা। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া, সভাপতি রজার বিনি-সহ আরও অনেকে। ওই ‘নমন’ অনুষ্ঠানেই ক্রিকেটারদের বিশেষ আংটি উপহার দেওয়া হয়েছে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো বিশ্বসেরা তারকারা ওই অনুষ্ঠানেই ওই বিশেষ আংটি উপহার পেয়েছেন।

Advertisement

শুক্রবারই বোর্ডের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ওই আংটির ভিডিও পোস্ট করা হয়েছে। কী রয়েছে ওই আংটিতে? বোর্ডের দেওয়া আংটিটি সোনার তৈরি। তাতে হীরেও বসানো রয়েছে। আংটির উপর ‘অশোক চক্র’ খোদাই করা রয়েছে। আংটিগুলিতে প্রত্যেক ক্রিকেটারের নাম লেখা রয়েছে। সঙ্গে রয়েছে জার্সি নম্বরও। আংটির সৌন্দর্য রাজা-বাদশাহদের আংটিকেও হার মানাতে পারে।

চ্যাম্পিয়নদের এভাবে আলাদা করে সম্মানিত করার জন্য আংটি দেওয়ার প্রচলন ক্রিকেটে নতুন। ক্রিকেটের বাইরে আমেরিকার এনবিএ, বা এনএফএলে এভাবে চ্যাম্পিয়নদের আংটি দেওয়ার চল রয়েছে। এবার সেই রীতি চালু করল ভারতীয় বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সম্মান রোহিতদের আরও খানিকটা উদ্বুদ্ধ করবে বলেই বোর্ড কর্তাদের আশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement