Advertisement
Advertisement

Breaking News

Hardik Pandya

‘বড্ড বেশি হাসে’, চেন্নাইয়ের কাছে হারের পর হার্দিককে ‘তোপ’ তারকা ক্রিকেটারের

চেন্নাইয়ের কাছে হারতেই তুমুল সমালোচনার শিকার হার্দিকের অধিনায়কত্ব।

Hardik Pandya smiles too much, says Kevin Pietersen

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 15, 2024 1:09 pm
  • Updated:April 15, 2024 1:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক (Hardik Pandya) বড্ড বেশি হাসছে। দেখাতে চাইছে ও খুব খুশি। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে এভাবেই তোপ দাগলেন কেভিন পিটারসন। তাঁর কথায়, পাঁচ ঘণ্টা আগের পরিকল্পনা অনুযায়ী দলকে পরিচালনা করছেন হার্দিক। দরকার হলে ‘প্ল্যান বি’তে যেতে পারছেন না।

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল হার্দিকের মুম্বই (Mumbai Indians)। কিন্তু সেই ম্যাচে বারবার সমালোচনার মুখে পড়েছে হার্দিকের অধিনায়কত্ব। কিংবদন্তি সুনীল গাভাসকরও বলেন, “সম্ভবত বহু, বহুদিন পর এরকম জঘন্য মানের বোলিং দেখলাম। যেন মনে হচ্ছিল প্রিয় গুরুকে দক্ষিণা দিচ্ছে। ছয় মারবে জেনেও সেরকমই বল দিচ্ছিল। অত্যন্ত সাধারণ মানের অধিনায়কত্ব হার্দিকের।”

Advertisement

[আরও পড়ুন: মুম্বই হারলেও ছয়ের পাহাড়ে রোহিত! একমাত্র ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে রেকর্ড হিটম্যানের]

গাভাসকরের সঙ্গেই সুর মিলিয়েছেন পিটারসনও (Kevin Pietersen)। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আজকে এমন একটা ক্যাপ্টেনকে দেখলাম, যার কাছে পাঁচ ঘণ্টা পুরনো একটা প্ল্যান রয়েছে। টিম মিটিংয়ের সময়ের ওই প্ল্যান করা হয়েছিল। কিন্তু দরকার বুঝে সময় মতো ‘প্ল্যান বি’তে যেতে পারে না এই ক্যাপ্টেন। যখন পেসাররা ওভারে ২০ রান দিচ্ছে সেই সময়ে স্পিনারদের কেন আক্রমণে আনা হল না?”

Advertisement

সেই সঙ্গে পিটারসনের তোপ, “টস করতে এসে হার্দিক বড্ড বেশি হাসছে। সকলকে দেখাতে চাইছে, ও খুব খুশি। কিন্তু আসলে ও মোটেই খুশি নয়।” তবে প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের কথায়, মাঠে নামলেই হার্দিককে যেভাবে কটাক্ষের মুখে পড়তে হয়, তাতে কষ্ট পাচ্ছেন তারকা অলরাউন্ডার। কোনওভাবে এই কটাক্ষের ঝড় বন্ধ করা উচিত বলেই মনে করেন পিটারসন।

[আরও পড়ুন: ‘জঘন্য বোলিং, তেমনই ক্যাপ্টেন্সি’, চেন্নাইয়ের কাছে হারের পর হার্দিককে ধুয়ে দিলেন গাভাসকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ