Advertisement
Advertisement

Breaking News

Mark Waugh Virat Kohli

‘৩৯টি ইনিংসে সেঞ্চুরি নেই কোহলির, এটা আমি বিশ্বাসই করি না’, বিরাটকে স্লেজিং ওয়ার

কোহলির ফিল্ডিং নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মার্ক ওয়া।

I can't believe Virat Kohli has not scored century in 39 innings, said Mark Waugh। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 2, 2023 6:27 pm
  • Updated:March 2, 2023 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ানরা স্লেজিংয়ের জন্য কুখ্যাত। ধারাভাষ্য দেওয়ার সময়ে মার্ক ওয়ার (Mark Waugh) সঙ্গে রবি শাস্ত্রী (Ravi Shastri) ও দীনেশ কার্তিকের কথা কাটাকাটি ভাল ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মার্ক ওয়ার সঙ্গে চুক্তি আর বাড়ানো হয়নি। মার্ক ওয়ার পরিবর্তে মিচেল জনসনকে পাঠানো হয়েছে ধারাভাষ্যকার হিসেবে।

বিরাট কোহলির (Virat Kohli) স্লিপ ফিল্ডিং নিয়ে আগে সমালোচনা করেছিলেন মার্ক ওয়া। এবার কোহলির ব্যাটিং নিয়েও তিনি মন্তব্য করেন। এও একধরনের স্লেজিং। মার্ক ওয়া খেলোয়াড় জীবনে এরকম স্লেজিং বহু করেছিলেন। এবার মাঠের বাইরে থেকে তিনি চাপে রাখার কাজ শুরু করলেন বলে দেওয়াই যায়। 

Advertisement

[আরও পড়ুন: ক্লেটনের সঙ্গে চুক্তি বাড়াল লাল-হলুদ, ব্রাজিলীয় গোলমেশিন বললেন, ‘জয় ইস্টবেঙ্গল’]

 

তবে মার্ক ওয়া জানিয়েছেন, তিনি কোহলির ক্যাচিং নিয়ে প্রশ্ন করায় বিরাটের ফিল্ডিংয়ের মান বেড়ে গিয়েছে। ওয়া বলেছেন, ”আমি কোহলির ব্যাটিং নিয়ে স্লেজিং করিনি। আমি ওর ক্যাচিং নিয়ে স্লেজিং করেছি। আর তার ফলে কোহলির ক্যাচিং উন্নত হয়েছে। ও ক্যাচিং নিয়ে কঠিন পরিশ্রম করেছে। কিন্তু একটা জিনিস আমার বিশ্বাসই হচ্ছে না। আর তা হল, বিরাট কোহলি ৩৯টি ইনিংসে সেঞ্চুরি পায়নি। যেভাবে বিরাট ব্যাট করছে বা ওর ফিল্ডিং বলে দিচ্ছে চাপ অনুভব করতে শুরু করে দিয়েছে ও। এতে কোনও দ্বিধা দ্বন্দ্ব নেই। বিরাট গ্রেট প্লেয়ার। ফলে রান না পাওয়া এটা স্বাভাবিক ব্যাপার নয় কোহলির জন্য। তবে আমার মনে হয় দিল্লি থেকেই ও সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে।”

Advertisement

ফক্স স্টুডিওতে ওয়ার সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্র্যাড হাডিন। তাঁর ব্যক্তিগত ভাবে মনে হয়েছে, দারুণ ভাবে ফর্মে ফেরার এটাই সেরা সুযোগ কোহলির সামনে। কোহলির হাতে আর যে ক’টা ইনিংস রয়েছে এই বর্ডার-গাভাসকর ট্রফিতে, সেই ইনিংসগুলোতে বড় রান করতেই পারে কোহলি। বিরাট কোহলি শেষ বার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। দিন-রাতের সেই টেস্ট ম্যাচের পর কোহলি আর সেঞ্চুরি পাননি পাঁচদিনের ফরম্যাটে। 

[আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ রোহিত-বিরাটদের, ইন্দোর টেস্টে ধুঁকছে ভারত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ