Advertisement
Advertisement
IND vs ENG

কোন টেল এন্ডারের ব্যাটিং দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে অকপট রোহিত

কাকে দরাজ সার্টিফিকেট দিলেন রোহিত?

IND vs ENG: Rohit Sharma reveals which Team India player he pushed to bat well in Test series

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটি শতরান করেছেন রোহিত। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 11, 2024 4:18 pm
  • Updated:March 11, 2024 4:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজ জয়ের অন্যতম বড় কারণ কী? ৪-১ ব্যবধানে বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর সেটা অকপটে জানিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক মনে করেন টেল এন্ডার হয়েও কুলদীপ যাদব (Kuldeep Yadav) বুক চিতিয়ে ব্যাট করেছেন। দলের হয়ে রান করেছেন। সেটাই তাঁর দলের এগিয়ে থাকার অন্যতম বড় কারণ।

রোহিত বলেন, “কুলদীপ বোলার হিসেবে সাফল্য পাবে, এটাই তো স্বাভাবিক। তবে টেল এন্ডার হয়েও কুলদীপ যেভাবে ব্যাট করেছে, সেটা আমাদের সবার কাছে শেখার ব্যাপার। ৮ এবং ৯ নম্বরে কুলদীপ দুরন্ত ব্যাট করেছে। খুব বেশি রান না করতে পারলেও, কুলদীপ প্রবল চাপের মুখে অনেক বল খেলেছে। সেটা আমাদের সিরিজ জয়ের অন্যতম বড় কারণ।”

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে খেলতে পারবেন সূর্য? মুম্বই তারকাকে নিয়ে চলে এল বড় আপডেট]

Kuldeep Yadav batting
ব্যাটার হিসেবেও নজর কেড়েছেন কুলদীপ। ছবি: X হ্যান্ডেল

ব্যাটার হিসেবে নিজেকে গড়ে তুলতে কুলদীপকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পেয়েছিলেন রোহিতের সাহায্য। সেটা নিজেই স্বীকার করে নিলেন অধিনায়ক। হিটম্যান ফের যোগ করেন, “চোট থেকে ফিরে আসার পরেই কুলদীপকে ব্যাটিংয়ে আরও সময় দিতে বলেছিলাম। ও মন দিয়ে সেই কাজটা করে গিয়েছে। এর সুফল শেষ পর্যন্ত পাওয়া গেল।”

Advertisement

গত সিরিজের ৪ টেস্টের ৬ ইনিংসে কুলদীপের ব্যাট থেকে এসেছে মাত্র ৯৭ রান। তবে খেলেছিলেন মোট ৩৬২ বল। আর তাই তো দলের বাঁহাতি স্পিনারকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন রোহিত।

[আরও পড়ুন: অধীর গড়ে পাঠানের লড়াই ব্রেট লিকে খেলার সমান, বহরমপুরে কড়া টক্কর দেখছেন সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ