Advertisement
Advertisement

IND vs PAK, Asia Cup 2023: বুমরাহকে পেয়ে পেস বোলিং আরও আগুনে হল, বাবর আজমদের হুঙ্কার দিলেন মহম্মদ শামি

বুমরাহের অপেক্ষায় শামি।

IND vs PAK, Asia Cup 2023: Jasprit Bumrah's return has made Indian team very strong, says Mohammed Shami। Sangbad Pratidin

জশপ্রীত বুমরাহকে খুশি মহম্মদ শামি। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 31, 2023 6:47 pm
  • Updated:August 31, 2023 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক বছরের বেশি সময় পর ফের ৫০ ওভারের ক্রিকেটে কামব্যাক করছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সবকিছু ঠিকঠাক থাকলে ২ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার। এমন প্রেক্ষাপটে বাবর আজমদের (Babar Azam) চাপে রাখতে বড় মন্তব্য করে দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ‘সহেসপুর এক্সপ্রেস’-এর দাবি বুমরাহ কামব্যাক করার জন্য ভারতীয় দলের পেস বাহিনী আরও শক্তিশালী হল।

এশিয়া কাপ সম্প্রচারকারী চ্যানেলে মহম্মদ শামি বলেন, “আমরা অনেক মাস পর আবার জশপ্রীত বুমরাহকে পাচ্ছি। ওর মতো ভাল মানের বোলারকে পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। আসলে বুমরাহের মতো ক্রিকেটার দলে থাকলে শক্তি তো বাড়বেই। সাদা বলের ফরম্যাটে বুমরাহ কেমন পারফরম্যান্স করেছে সেটা তো সবাই জানে। আর তাই আমার ধারণা এবার থেকে বিপক্ষ দল আরও চাপে থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘গড অফ ক্রিকেট’ হয়েও কেন অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনে? শচীনের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ]

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার ‘মাদার অফ অল ব্যাটল’ আয়োজিত হতে চলেছে। তবে যদি একদিনের ক্রিকেটের কথা ধরা হয়, তাহলে সেই ২০১৯ সালের বিশ্বকাপের পর ফের একবার ৫০ ওভারের ফরম্যাটে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দী। এহেন হাই ভোল্টেজ ম্যাচে শামি ও বুমরাহের সঙ্গে জুড়ে যেতে পারেন মহম্মদ সিরাজ।

Advertisement

পেস বোলিং কম্বিনেশন নিয়ে শামি ফের বলেন, “আমি, বুমরাহ ও সিরাজ তিনজনেই দারুণ ছন্দে আছি। তবে কেমন দল গড়া হবে সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে যেই খেলুক, আমাদের লক্ষ্য নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।”

[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ভয়ংকর হতে পারে, বাবরদের সতর্ক করলেন ভারতের প্রাক্তন তারকা] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ