Advertisement
Advertisement
IND vs SA

IND vs SA: ধোনিকে টপকে গেলেন কেএল রাহুল! ভারত অধিনায়ক হিসেবে কোন নজির গড়লেন?

বিরাট-রোহিতকে ছুঁয়ে ফেললেন কেএল রাহুল।

IND vs SA: KL Rahul breaks Mahendra Singh Dhoni record to join Rohit Sharma and Virat Kohli in the list of Team India captain। Sangbad Pratidin

ধোনিকেও ছাপিয়ে গেলেন কেএল রাহুল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 18, 2023 1:10 pm
  • Updated:December 18, 2023 1:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে একদিনের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া (Team India)। সেই তিন ম্যাচেই অধিনায়ক ছিলেন কেএল রাহুল (KL Rahul)। তবে এবার তাঁর ভাগ্য বদলেছে। প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচেই ৮ উইকেটে জিতেছে ভারতীয় দল। আর এর পরেই এক বিশেষ নজির গড়লেন কেএল রাহুল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অধিনায়ক হিসেবে পরপর ১০টি ম্যাচ জিতলেন। সেই সুবাদে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ছাপিয়ে গেলেন তিনি। এর আগে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ পরপর ৯টি ম্যাচ জিতেছিলেন।

একইসঙ্গে অধিনায়ক হিসেবে পরপর ১০টি ম্যাচ জিতে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) ছুঁয়ে ফেললেন কেএল রাহুল। ফলে কেএল রাহুল হলেন তৃতীয় ভারতীয় অধিনায়ক যিনি এমন কৃতিত্ব অর্জন করলেন। অবশ্য পরপর ১০ ম্যাচ জয়ের নিরিখে রোহিতের সাফল্য সবচেয়ে বেশি। অধিনায়ক হিটম্যান এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে তিনবার এই নজির গড়েছেন। সেখানে বিরাট অধিনায়ক হিসেবেই একবারই পরপর ১০টি ম্যাচ জিতেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: কেন রোহিতকে ছেঁটে হার্দিকের হাতে তুলে দেওয়া হল মুম্বইয়ের ব্যাটন? গোপন কথা জানালেন গাভাসকর]

২০১৮ সালে রোহিত স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় তাঁর অধিনায়কত্বে ১২টি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এর পর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হিটম্যানের নেতৃত্বে পর পর ১৯টি ম্যাচ জিতেছিল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

আন্তর্জাতিক মঞ্চে ভারতের অধিনায়ক হিসেবে পরপর জয়….

১) ১৯টি ম্যাচ – রোহিত শর্মা (২০১৯-২০২২)
২) ১২টি ম্যাচ – রোহিত শর্মা (২০১৮)
৩) ১২টি ম্যাচ – বিরাট কোহলি (২০১৭)
৪) ১০টি ম্যাচ – রোহিত শর্মা (২০২৩)
৫) ১০টি ম্যাচ – কেএল রাহুল (২০২২-২৩*)
৬) ৯টি ম্যাচ – মহেন্দ্র সিং ধোনি (২০১৩)

[আরও পড়ুন: সূর্যর নাম কে দিয়েছিলেন ‘স্কাই’? জানলে অবাক হবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement