Advertisement
Advertisement
Ishan Kishan

জাতীয় দলে ব্রাত্য, গিলদের সিরিজ চলাকালীনই ইংল্যান্ডে খেলতে গেলেন ঈশান কিষান

হাল ছাড়তে নারাজ ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার।

India's star Ishan Kishan decides to play for this English County side
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2025 2:15 pm
  • Updated:June 21, 2025 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের চৌহদ্দিতে তিনি নেই। আইপিএলে মোটামুটি খেললেও অদূর ভবিষ্যতে অন্তত লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়া ঈশানের প্রবেশের সম্ভাবনা বিশেষ দেখা যাচ্ছে না। অতীতে ভারতের এ দলের হয়ে খেললেও সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের এ দলেও তিনি সুযোগ পাননি। তবে হাল ছাড়তে নারাজ ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। টেস্টে নিজের দক্ষতা বাড়াতে এবার ইংলিশ কাউন্টিতে খেলতে চলেছেন তিনি।

Advertisement

দু’টি ম্যাচ খেলার জন্য নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঈশান। ক্লাবের তরফে শুক্রবার জানানো হয়েছে, ইয়র্কশায়ার এবং সমারসেটের বিরুদ্ধে খেলবেন ঈশান। দক্ষিণ আফ্রিকার কাইল ভেরেনের বদলি হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। নতুন ক্লাবে যোগ দিয়ে ঈশান বলছেন, “এই প্রথমবার ইংল্যান্ডে আমি কাউন্টি ক্রিকেট খেলতে চলেছি। আমার দক্ষতা বাড়ানোর জন্য এটা দারুন সুযোগ। ইংল্যান্ডের পরিস্থিতি আমাকে উন্নতি করতে সাহায্য করবে।”

ঘটনাচক্রে ঈশান এমন একটা সময় ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন, যখন ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট সিরিজ খেলছে। ওই টেস্ট দলে আবার ঈশানেরই প্রাক্তন সতীর্থ তথা বন্ধুরা। ঈশানের অভিন্ন হৃদয় বন্ধু শুভমান গিল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। সেখানে তিনি প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছেন। নিজেকে ফের মূল স্রোতে ফেরাতে তাই কাউন্টিই ভরসা উইকেটরক্ষক ব্যাটারের।

অবশ্য ঈশানই প্রথম নয়। এই মুহূর্তে ইংলিশ কাউন্টিকে জাতীয় দলে কামব্যাকের দরজা হিসাবে ব্যবহার করার চেষ্টা করছেন একাধিক ‘বিস্মৃত’ তারকা। সেই তালিকায় রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, যুজবেন্দ্র চাহাল, তিলক বর্মাদের নাম রয়েছে। ঈশানও সেই তালিকায় নাম লেখালেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement