Advertisement
Advertisement

Breaking News

Kapil Dev

রোহিত-কোহলিরা না থাকলেও সমস্যা হবে না ভারতের, পাক ম্যাচের আগে বিস্ফোরক কপিল

ফের কি সিনিয়রদের বিঁধলেন কপিল?

Kapil Dev said that bigger name doesn't matter in the modern day cricket | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2022 3:49 pm
  • Updated:August 28, 2022 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক ঘণ্টা বাদে পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামছে ভারত। বিশ্বকাপের লজ্জাজনক হারের বদলা নিতে যখন প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া, তখনই রোহিত শর্মা-বিরাট কোহলিদের (Virat Kohli) কটাক্ষের তীরে বিঁধলেন প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক সোজা বলে দিচ্ছেন, রোহিত, কোহলি বা অশ্বিনদের মতো মহাতারকারা না খেললেও ভারতীয় দলের (Indian Cricket Team) তেমন কোনও সমস্যা হবে না।

এশিয়া কাপে ভারত-পাক মহারণের আগে কপিল বলছেন,”আজকের দিনে কে দলে আছে, কে দলে নেই, তাতে কিছু যায় আসে না। আমাদের সময় ছিল, বড় কোনও তারকা দলে থাকলে তাঁকে খেলাতেই হত। তাঁকে বসানো যেত না। কিন্তু টি-২০ ক্রিকেটে সবকিছু বদলে গিয়েছে।” প্রাক্তন অধিনায়ক বলছেন,”আজ যদি বিরাট কোহলি বা রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin) বা রোহিত শর্মার মতো তারকা বাদ পড়ে বা বিশ্রাম নেয়, তাহলেও কোনও সমস্যা হয় না। ক্রিকেটারদের মানসিকতা বদলে গিয়েছে। কে বড় ক্রিকেটার সেটা ব্যাপার নয়, কে ভাল পারফর্ম করছে, সেটাই মূল কথা।”

Advertisement

[আরও পড়ুন: দল বেঁধে ভারত-পাক ম্যাচ দেখলে ৫ হাজার টাকা জরিমানা, নির্দেশিকা শ্রীনগরের কলেজে]

২০২১ টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) চূড়ান্ত ব্যর্থতার পর থেকেই টি-২০ ক্রিকেটে তরুণদের তুলে আনার নীতি নিয়েছে ভারত। দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে। বস্তুত বিশ্বকাপের পর বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা সেভাবে খেলেনইনি। তাতে অবশ্য সমস্যা হয়নি ভারতীয় দলের। রোহিতের নেতৃত্বে জয়ের রেকর্ড গড়ে ফেলেছে ভারতীয় দল। সিনিয়রদের বদলে যারাই সুযোগ পেয়েছেন তাঁরাই ভাল পারফর্ম করেছেন। কপিলও (Kapil Dev) সেইসব তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে।

Advertisement

[আরও পড়ুন: নতুন নায়কের খোঁজ দেবে ডার্বি, আশায় বুক বাঁধছেন বহু বড় ম্যাচের নায়ক ব্যারেটো]

যদিও পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচে নামার আগে এভাবে নাম করে দলের সিনিয়রদের টার্গেট করাটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনিতেই কোহলি, রোহিতরা নিজেদের সেরা ফর্মে নেই। তার উপর বাইরে থেকে প্রাক্তনদের এই টিকা-টিপ্পনি দলের আত্মবিশ্বাস কমাবে বই বাড়াবে কি? উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ