Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

Treads-এ অ্যাকাউন্ট খুলেই ওয়ার্নারকে খোঁচা কামিন্সের! ফোড়ন কাটলেন ঋষভ পন্থ

দেখুন কী নিয়ে হচ্ছিল আলোচনা!

Rishabh Pant Comments on Pat Cummins and David Warner's Threads Chat | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 9, 2023 3:02 pm
  • Updated:July 9, 2023 3:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মপ্রকাশ ঘটিয়েই সুপারহিট ‘থ্রেডস’ অ্যাপ। কয়েক ঘণ্টার মধ্যেই ছক্কা হাঁকিয়েছে ইনস্টাগ্রামের এই নয়া প্ল্যাটফর্ম। তাই অ্যাশেজ সিরিজের ব্যস্ততার মধ্যেও থ্রেডস অ্যাপে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন প্যাট কামিন্স। শুধু তাই নয়, সতীর্থ ডেভিড ওয়ার্নারের সঙ্গে মশকরা করতেও ছাড়েননি। আর সেই কথোপকথনের মধ্যে হঠাৎই ঢুকে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাতে আরও জমে ওঠে আড্ডা।

ব্যাপারটা তাহলে একটু খোলসে করে বলা যাক। টুইটারকে টেক্কা দিতে ‘থ্রেডসে’র সঙ্গে ইউজারদের আলাপ করিয়ে দিয়েছে মেটা। টুইটারের মতোই এই প্ল্যাটফর্মেও খবর, ছবি, ভিডিও শেয়ার করা যাবে। একেবারে অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে থ্রেডস (Treads)। ইতিমধ্যেই সাইন-আপ করার সংখ্যা ১০ কোটি ছুঁইছুঁই। ইনস্টাগ্রাম ইউজাররা সরাসরি সাইন-আপ করতে পারবেন এই অ্যাপে। সাধারণ ইউজারের সঙ্গে তারকারাও এই প্ল্যাটফর্মে চ্যাট করতে শুরু করেছেন। ডেভিড ওয়ার্নার তাঁদের অন্যতম। অজি দলের ক্যাপ্টেন কামিন্সকে ট্যাগ করে জানিয়েছেন যে তিনি থ্রেডস-এ এসে গিয়েছেন।

Advertisement

threads

Advertisement

[আরও পড়ুন: হিটের আশায় এবার শিবঠাকুরই ভরসা অক্ষয় কুমারের, ‘OMG 2’ নিয়ে করলেন গুরুত্বপূর্ণ ঘোষণা]

তারই উত্তরে মজা করে কামিন্স লিখেছেন, এখানে কোনও নাচের ভিডিও পোস্ট কোরো না যেন। আসলে ইনস্টাগ্রামে নিজের নানা কীর্তির ভিডিও পোস্ট করে চর্চায় থাকেন ওয়ার্নার। কখনও দক্ষিণ ভারতের ছবির সংলাপ বলেন তো কখনও সুপারহিট বলিউড ছবির গানে নাচতে দেখা যায় তাঁকে। সিনেমার পোস্টারে নিজের মুখ ক্রপ করে সে ছবিও পোস্ট করেন ওয়ার্নার। তাঁর এই মজার দিকটি বেশ পছন্দ অনুরাগীদের। আর সেটা নিয়েই মশকরা করেছেন কামিন্স।

আর এরই মধ্যে ভারতীয় উইকেটকিপার পন্থ ঢুকে পড়ে কথোপকথন আরও জমিয়ে দেন। কামিন্সের উত্তরে লেখেন, “এটাই সেরা পরামর্শ।” আর তিন তারকার এই আড্ডাই এখন নেটদুনিয়ার চর্চায়।

[আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ফের অনিশ্চয়তা, এবার ভারতকে হুঁশিয়ারি পাক ক্রীড়ামন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ