Advertisement
Advertisement
Virat Kohli

Virat Kohli: বিশ্বকাপের হার ভুলে হাসলেও বিরাটের চোখে কালশিটে! নাকে ব্যান্ডেড! কিন্তু কেন?

কেন বদলে গেলেন বিরাট কোহলি?

Virat Kohli posts picture with bruises and black eye, find out why। Sangbad Pratidin

গত আট দিনের ব্যবধান, অনেকটাই বদলে গিয়েছেন বিরাট!

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 27, 2023 1:04 pm
  • Updated:November 27, 2023 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক চেষ্টা করেও বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জয় অধরাই রয়ে গিয়েছে। কাপ হাতে নিয়ে ১৯ নভেম্বরের রাতে ভিকট্রি ল্যাপ দেওয়া হয়নি। মুখ টুপি দিয়ে ঢেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই রাতে বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার পেলেও, কথা বলতে চাননি। অবশেষে কাপযুদ্ধের আট দিনের মাথায় আবার জনসমক্ষে এলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। কিন্তু একেবারে অন্য মেজাজে। মুখে একগাল হাসি থাকলেও, বিরাটের চোখে কালশিটে! নাকে ব্যান্ডেড! স্বভাবতই সেই ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হতে সময় লাগেনি।

প্রিয় ক্রিকেটারের মুখে হাসি থাকলেও কেন তাঁর চোখে কালশিটে? নাকে ব্যান্ডেড! কপালে আঘাতের চিহ্ন! ডানদিকের গালে কাটার দাগ রয়েছে। এরমধ্যে আবার ভিকট্রি সাইন দেখাচ্ছেন তিনি। বিরাট কি তাহলে দুর্ঘটনার কবলে পড়েছিলেন? নাকি আহত হয়েছেন? নাকি অন্য কিছু? সারা মুখেও দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন। যদিও নিজের অবস্থা জানিয়ে দিয়েছেন কিং কোহলি।

Advertisement

 

[আরও পড়ুন: কোন ছকে বিপক্ষের বোলিংকে তছনছ করছেন যশস্বী? জানিয়ে দিলেন অকুতভয় ওপেনার]

এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নও দেখিয়েছেন। এবং এর পর ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের উচিত অন্য লোকটাকে দেখা।’ অনেকে তাঁর এই পোস্টে হতবাক হলেও, বুঝে নিতে অসুবিধা হয় না যে, কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই এমনভাবে সেজেছেন তিনি।

Virat Kohli
হাসলেও চোখে-মুখে কেন জখমের দাগ? উঠছে প্রশ্ন। ছবি: ইনস্টাগ্রাম

এক সপ্তাহ আগে শেষ হয়েছে এবারের বিশ্বকাপ। রোহিত শর্মার ‘মেন ইন ব্লু’ ব্রিগেড আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে পারেনি। তবে মেগা ফাইনালের আগে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলে ১০-এ ১০ করেছিল টিম ইন্ডিয়া। এবং সেই যাত্রার অন্যতম নায়ক ছিলেন বিরাট। ৩৫তম জন্মদিনে ‘আইকন’ শচীন তেণ্ডুলকরকে ছুঁয়ে করেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান। সেই রেকর্ড নিজের নামে করে নেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই ম্যাচে বিরাট সেরে নেন তাঁর একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরান।

আর তাই বিশ্বজয়ী হতে না পারলেও ১১ ম্যাচে করেছিলেন সর্বাধিক ৭৬৫ রান। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান। গড় ৯৫.৬২। ৯০.৩১ স্ট্রাইকরেট বজায় রেখে করেছিলেন ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। এবার সেই বিরাট ফের একবার নিজেকে জনসমক্ষে আনলেন।

[আরও পড়ুন: মারকুটে ইনিংসের রহস্য কী? অকপটে জানিয়ে দিলেন অজিদের বধ করা রিঙ্কু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement