Advertisement
Advertisement

ক্রিকেট ছেড়ে এবার টেনিসে মাহি, কোর্টে নেমেই চ্যাম্পিয়ন

স্ট্রেট সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে।

Dhoni wins tennis title
Published by: Sulaya Singha
  • Posted:December 1, 2018 7:50 pm
  • Updated:December 1, 2018 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাহি মার রাহা হ্যায়।’ নিজের এলাকায় ব্যাট হাতে যখনই বাইশ গজে নামতেন, গ্যালারিতে এই ধ্বনিই উঠত মহেন্দ্র সিং ধোনির জন্য। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করে সেই ধ্বনিকে জনপ্রিয় করে তুলেছেন রাঁচির রাজপুত্র। ফের ধোনির খেলায় মুগ্ধ হলেন তাঁর অনুগামীরা। তবে এবার বাইশ গজে নয়, টেনিস কোর্টে কামাল করলেন তিনি।

ধোনির মোটরবাইকের শখ এখন আর কারও অজানা নয়। তাঁকে ফুটবল খেলতেও দেখা গিয়েছে অনেকবার। তবে টেনিস ব়্যাকেট হাতেও যে তিনি এতটা পারদর্শী, তা হয়তো অনেকেরই অজানা ছিল। ক্যাপ্টেন কুলের সেই প্রতিভাই এবার প্রকাশ্যে এল। রাঁচিতে জেএসসিএ কান্ট্রি ক্রিকেট ক্লাব টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ধোনি। পুরুষ ডাবলস ম্যাচে তাঁর সঙ্গী ছিলেন স্থানীয় টেনিস খেলোয়াড় সুমিত কুমার। কোর্টে নেমেই সমর্থকদের মন জয় করে নিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রতিপক্ষকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি।

লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ধোনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় নির্বাচকরা। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, আগামী বছর বিশ্বকাপে আদৌ ধোনিকে দেখা যাবে কিনা। তবে অনেক প্রাক্তনীই ধোনির হয়ে সুর চড়িয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের দলে থাকার প্রয়োজন আছে। তবে আপাতত সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না মাহি। বাইশ গজের বাইরে পরিবারের সঙ্গে ভালভাবেই সময় কাটাচ্ছেন তিনি। সেই ফাঁকেই টেনিস কোর্টেও নেমে পড়েছিলেন। আর নেমেই চ্যাম্পিয়ন হয়ে গেলেন ক্যাপ্টেন কুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ