Advertisement
Advertisement

Breaking News

ISL 10

ডার্বিতে নেই মিডফিল্ড জেনারেল, সৌভিকের জায়গা কীভাবে ভরাট করবেন কুয়াদ্রাত?

সৌভিকের জায়গায় কাকে খেলাবেন কুয়াদ্রাত?

ISL 10: East Bengal Coach Carles Cuadrat find solution for suspended Souvik Chakrabarti ahead of mega derby against Mohun Bagan। Sangbad Pratidin

ডার্বি খেলতে পারছেন না। হতাশ সৌভিক। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 2, 2024 8:35 pm
  • Updated:February 2, 2024 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছরের খরা কাটিয়ে সুপার কাপ জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। শিবিরে এই মুহূর্তে উচ্ছ্বাস। তবে সমর্থকরা ট্রফি জয়ের সেলিব্রেশনে মজে থাকলেও, লাল-হলুদের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) ও তাঁর ফুটবলারদের পাখির চোখ কিন্তু ডার্বি। চলতি মরশুমে মর্যাদার বড় ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের লিগ পর্বে জিতলেও, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে এবার আইএসএলের (ISL 10) মঞ্চে প্রথমবার আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) বিরুদ্ধে নামার আগে লাল-হলুদের কোচের সবচেয়ে চিন্তার কারণ হল কার্ড সমস্যার জন্য শনিবাসরীয় ডার্বিতে খেলতে পারবেন না সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।

মেগা ডার্বিতে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন কুয়াদ্রাত। সেখানে সৌভিকের না খেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ম্যাচটা ১১ বনাম ১১। তবে এটা মেনে নিতে দ্বিধা নেই যে, সৌভিক আমাদের অন্যতম সেরা ফুটবলার। দ্রুত ওর বিকল্প আমাদের খুঁজে বের করতেই হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘ডার্বিতে কখনওই হারিনি’, মহাম্যাচের আগে ইস্টবেঙ্গলকে হুঁশিয়ারি সবুজ-মেরুন কোচ হাবাসের]

বোরহা, সিভেরিওকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। বেশ কিছুদিন ধরেই চোটে আক্রান্ত হরমোনজ্যোৎ সিং খাবরা। এরসঙ্গে কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না সৌভিক।

Advertisement

বিদেশিদের প্রসঙ্গ উঠলেই কুয়াদ্রাত ফের যোগ করেন, “চার বিদেশিকে নিয়েই খেলব। এছাড়া আর কোনও উপায় নেই। দলে সব ফুটবলারদের ওপর আমার বিশ্বাস রয়েছে। আমরা ভালো খেলছি। আরও দুই বিদেশি যোগ দেবে। ওরা আসার পর দল আরও শক্তিশালী হবে বলেই মনে করি।”

গত ডার্বিতে হুগো বুমোসকে মার্কিংয়ে রেখে মোহনবাগানের সাপ্লাই লাইন আটকে দিয়েছিলেন সৌভিক। সুপার কাপ ফাইনালে তাঁর দায়িত্ব ছিল ওড়িশা এফসির মিডফিল্ডার আহমেদ জাহুকে নজরে রাখার। সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। স্বভাবতই এহেন মিডফিল্ড জেনারেলের সার্ভিস না পাওয়ার জন্য বেশ চিন্তায় লাল-হলুদ শিবির।

মরশুমের শুরুতে ডুরান্ড কাপের গ্রুপে মুখোমুখি হয়েছিল দু-দল। সেই ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড ফাইনালে ফের ডার্বি, সেবার ফল মোহনবাগানের পক্ষে যায়। সুপার কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে ৩-১ ব্য়বধানে হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেয় ইস্টবেঙ্গল। এবার কে শেষ হাসি হাসবেন? কুয়াদ্রাত না হাবাস? উত্তর জানার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

[আরও পড়ুন: তিন পয়েন্টই পাখির চোখ মরিয়া কুয়াদ্রাতের, মোহনবাগানের সঙ্গে ফারাক কমাতে চান স্প্যানিশ কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ