Advertisement
Advertisement
Mohun Bagan

বিরাট পরিবর্তন মোহনবাগানে, নিঃশব্দে সরে গেলেন হুগো বুমো, এলেন কাউকো

হায়দরাবাদ ম্যাচের আগে কাউকোর নাম নথিভুক্ত করল মোহনবাগান। নিঃশব্দেই বড় সড় পরিবর্তন আনলেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। অভিজ্ঞ স্প্যানিশ কোচ আসার পরেই জল্পনা চলছিল, বুমোকে হয়তো সরানো হবে। সেই জল্পনা সত্যি হল। নিঃশব্দেই চলে গেলেন বুমো।

Joni Kauko in, Hugo Bumos out, big change in Mohun Bagan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 10, 2024 10:30 am
  • Updated:February 12, 2024 1:49 pm

প্রসূন বিশ্বাস: বিরাট পরিবর্তন মোহনবাগানে। হুগো বুমোর জায়গায় এলেন জনি কাউকো। হায়দরাবাদ এফসি ম্যাচের ২৪ ঘণ্টা আগেই কাউকোর নাম রেজিস্ট্রেশন করাল মোহনবাগান। আইএসএলের সরকারি ওয়েবসাইটে মোহনবাগান স্কোয়াডেও কাউকোর নাম রয়েছে। সেখানে নাম নেই হুগো বুমোর। বলতে গেলে প্রায় নিঃশব্দেই এত বড় পরিবর্তন করে ফেললেন সবুজ-মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। 
হুয়ান ফেরান্দো জমানা শেষ সবুজ-মেরুনে। এখন হাবাস যুগ। অভিজ্ঞ স্প্যানিশ কোচ দলের রিমোট কন্ট্রোল হাতে তুলে নেওয়ার পর থেকেই ময়দানে জল্পনা চলছিল, বুমোকে সরে যেতে হবে। জল্পনা বাড়ছিল বুমোকে নিয়ে। হাবাস দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই কাউকো চলে আসেন। যোগ দেন মোহনবাগানের অনুশীলনে। সূত্রের খবর, অনুশীলনে কাউকোকে দেখে সন্তুষ্ট হন হাবাস। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন স্প্যানিশ কোচ।  সরকারিভাবে বুমোর প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, জোর করে বলতে বাধ্য হচ্ছি গুডবাই, তবে আমার হৃদয় কিন্তু তা বলতে চাইছে না। 

Advertisement

ডার্বি ম্যাচে হুগো বুমোকে প্রথম আঠেরোতেই রাখেননি হাবাস। হায়দরাবাদ ম্যাচের আগেরদিন হাবাসকে বুমো নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। কাউকোর নাম নথিভুক্ত হওয়ায় হায়দরাবাদের বিরুদ্ধে  ইউরো খেলা তারকাকে কি নামাবেন হাবাস? শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে কাউকোর খেলা নিয়ে জল্পনা রয়েছে। কী হবে, তার উত্তর দেবে সময়।  

Advertisement


বুমো অবশ্য চলতি মরশুমে নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি। কোচ হয়ে হাবাস আসায় বুমোর মোহনবাগান ছাড়া ত্বরাণ্বিতই হল। কাউকো আসায় সবুজ-মেরুনের মাঝমাঠ যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য। 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ