Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

বিশ্বকাপ জিততে পারে কোন চারটি দেশ? ভবিষ্যদ্বাণী করলেন খোদ মেসি

পর্তুগালের নাম কি নিলেন মেসি?

Lionel Messi picks four countries to win trophy in Qatar | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 5, 2022 9:48 pm
  • Updated:December 6, 2022 2:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতারে শেষ হাসি হাসবে কে? কার হাতে উঠবে বিশ্বকাপ? কে হবে চ্যাম্পিয়ন? এ নিয়ে চলছে জোর জল্পনা। কখনও অঙ্ক কষে হিসেব মেলানোর চেষ্টা হচ্ছে তো কখনও আবার উত্তর দিয়ে দিচ্ছে কোনও অক্টোপাস বা ঘোড়া। কিন্তু এবার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন স্বয়ং লিওনেল মেসি। জানিয়ে দিলেন  চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কারা।  

প্রথম ম্যাচে হার। তারপর ঘুরে দাঁড়িয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা এখন ছুটছে কাতারে। দলের সবচেয়ে বড় প্রাপ্তি অনবদ্য ফর্মে থাকা মেসি। ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়াকে হারিয়ে নীল-সাদার আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। যেখানে তাদের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। অজিদের বিরুদ্ধে জয়ের পরই এলএম টেনের দিকে উড়ে এসেছিল প্রশ্নটা। কে হবে এবারের চ্যাম্পিয়ন? কোনও রাখঢাক না রেখেই চারটি দেশের কথা জানান মেসি।

Advertisement

[আরও পড়ুন: পেলে-মারাদোনা-মেসির রেকর্ড ভেঙে নজির, সোনার বুট কি পাবেন? মুখ খুললেন এমবাপে]

প্রথমেই উল্লেখ করেন নিজের দলের। বলে দেন, আর্জেন্টিনা খুব ভাল ছন্দে রয়েছে। পর পর জয় পাচ্ছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অবশ্যই থাকবে লা আলবিসেলেস্তে। তবে সবটা প্রমাণ করতে হবে মাঠেই।

Advertisement

এরপরই বাকি তিন দলের কথা শোনা যায় তাঁর গলায়। নাম নেন ব্রাজিলের। মেসি বলেন, ক্যামেরুনের কাছে হারলেও খুব ভাল খেলছে ব্রাজিল। ওরা অন্যতম ফেভারিট। এছাড়াও দারুণ ছন্দে দেখাচ্ছে ফ্রান্সকে। জাপানের কাছে স্পেন হারলেও যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে বুলফাইটিংয়ের দেশ। বল পজেশনে সর্বদা এগিয়ে থাকতে দেখা যাচ্ছে স্পেনকে। তাই ওদের হারানোও কঠিন হবে।

অর্থাৎ আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিল, স্পেন ও গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকেই ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রাখলেন মেসি। কিন্তু তাঁর তালিকায় নেই রোনাল্ডোর পর্তুগাল। এবার দেখার তাঁর ভবিষ্যদ্বাণী ঠিক হয় কি না। রোনাল্ডো নিশ্চয় শুনেছেন মেসির কথা। 

[আরও পড়ুন: এশিয়াতেই রোনাল্ডো? নতুন বছরে আরবের ক্লাবে সই করতে চলেছেন সিআর সেভেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ