Advertisement
Advertisement
মোহনবাগান

কোচ দায়িত্ব নিতেই চমক মোহনবাগানের, সই করলেন আরও এক স্প্যানিশ তারকা

সোমবার আবাসিক শিবিরের জন্য গোয়া উড়ে যাচ্ছে মোহনবাগান।

Mohun Bagan announce the signing of Francisco Javier González Muñoz
Published by: Subhajit Mandal
  • Posted:July 7, 2019 10:33 am
  • Updated:July 7, 2019 10:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের নতুন নীতি যেন লুক স্পেন…। স্প্যানিশ কোচের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পর ফুটবলার বাছার ক্ষেত্রেও মূলত স্প্যানিশ ঘরানাকেই অগ্রাধিকার দিচ্ছেন কর্তারা। ফার্ন মোরান্তে, সালভা চামরোর পর আরও এক স্প্যানিশ ফুটবলারকে সই করাল মোহনবাগান। ফ্রান্সিস্কো জেভিয়ার গঞ্জালেস নামের ওই বছর তিরিশের মিডফিল্ডার একাধিক পজিশনে খেলতে স্বচ্ছন্দ। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেন। এর আগে লি ম্যান এফসি ক্লাবে খেলেছেন তিরিশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

[আরও পড়ুন: ‘দুর্নীতিতে অংশ নিতে চাই না’, লাল কার্ড দেখে কোপার পুরস্কার বিতরণী বয়কট মেসির]

মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে খেললেও অনেক সময়ই আক্রমণভাগের ফুটবলারদের সাহায্য করেন গঞ্জালেস। আবার খেলতে পারেন সেন্টার ব্যাকের পজিশনেও। এরকমই একজন ফুটবলারই চাইছিলেন মোহনবাগানের স্প্যানিশ কোচ ভিকুনা। যে প্রয়োজনে একধিক পজিশনে খেলতে পারেন। যে আবার মাঝমাঠে খেলে ম্যাচের নিয়ন্ত্রণও নিজের দখলে রাখতে পারেন। মোহনবাগানে সই করার আগে হংকংয়ের ক্লাবে খেললেও কেরিয়ারের বেশিরভাগ সময়ই তিনি খেলেছেন স্পেনের বিভিন্ন ক্লাবে।

Advertisement

[আরও পড়ুন: বিরল রেকর্ড হাতছাড়া স্যাঞ্চেজদের, চিলিকে হারিয়ে কোপার ফাইনালে পেরু]

এদিকে, বহু বছর পর আবার মোহনবাগান যাচ্ছে আবাসিক শিবিরে। সোমবার সকাল ন’টার ফ্লাইটে গোয়া উড়ে যাবে পুরো দল। এমনকী , এর আগে ঘোষিত হওয়া দুই বিদেশি সরাসরি যোগ দেবেন গোয়ার আবাসিক ক্যাম্পে। দিন এগারোর আবাসিক ক্যাম্পে পুরো দল গুছিয়ে নেওয়াই লক্ষ্য থাকবে ভিকুনার। মোহনবাগান কোচ বলেন, “গোয়াতে গিয়ে ১১ দিন থাকব। উদ্দেশ্য থাকবে সেখানে তিনটে ম্যাচ খেলার। দু’টো খেলব জুনিয়র দলের সঙ্গে। সিনিয়র দলের সঙ্গে বাকি একটা খেলব। আমি অনেককে ঠিকমতো চিনি না। জানি না কে কোন পজিশনে খেলে।ওখানে গিয়ে আমি চাইব পুরো দলকে গুছিয়ে নিতে।” 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ