Advertisement
Advertisement

Breaking News

কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষ, শহিদ জওয়ান

বন্ধ ইন্টারনেট পরিষেবা।

Fierce encounter in Kashmir, jawan martyred
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 11, 2018 9:42 am
  • Updated:January 29, 2019 7:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ গুলির লড়াইয়ে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। বুধবার ভোর রাতে কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে চলা লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। আহত হয়েছেন আরও দুই। শেষ পাওয়া খবরের মতে, একটি বাড়িতে দুই-তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের ঘিরে রেখেছে যৌথবাহিনী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় মঙ্গলবার রাত থেকেই অভিযান শুরু করে যৌথবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। এলাকায় ঢোকার সমস্ত পথ ব্যারিকেড করা হয়। জঙ্গিদের আত্মসমর্পণের আবেদনও জানানো হয়। তারপরই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা অভিযানে নামে সেনাও। গুলির লড়াইয়ে শহিদ হন এক জওয়ান। আহত হয়েছেন আরও দুই নিরাপত্তারক্ষী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে সিআরপিএফ-এর অতিরিক্ত বাহিনী পৌঁছে গিয়েছে। পাথর নিক্ষেপকারীদের আটকাতে ঘটনাস্থলের আশপাশে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে কুলগাম ও অনন্তনাগ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাতে এনকাউন্টারের খবর ছড়িয়ে না পড়ে তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, সেনা-জঙ্গি সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে জঙ্গিদের বাঁচাতে ঘটনাস্থলের ভিড় করে জনতা। ফলে ব্যহত হয় অভিযান। আর এই সুযোগ কাজে লাগিয়ে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। এদিনের ঘটনার জেরে ব্যহত হয়েছে বারামুলা-শ্রীনগর ট্রেন পরিষেবাও। লুকিয়ে থাকা জঙ্গিরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে মনে করা হচ্ছে। এদিকে নিয়ন্ত্রণরেখা বরাবর সমানে হামলা চালিয়ে যাচ্ছে পাক সেনা। গত সোমবার সুন্দারবনি সেক্টরে এমনই এক হামলায় শহিদ হয়েছেন দুই ভারতীয় জওয়ান।

[মেট্রোর যাত্রাপথে অন্তরায় বিপজ্জনক বাড়ি, সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ