Advertisement
Advertisement

Breaking News

পরিত্যক্ত হিন্দু বৃদ্ধের অন্ত্যেষ্টি সম্পন্ন করলেন মুসলিম মহিলা

মেয়ের মতোই হিন্দু আচার-অনুষ্ঠান মেনে কীর্তির শেষকৃত্য সম্পন্ন করেন ইয়াকুবি৷

Telangana: Muslim woman conducts Hindu man’s funeral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 2:15 pm
  • Updated:July 7, 2016 4:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই পৃথিবীর দুই ভিন্ন রূপ৷ একদিকে সন্ত্রাসবাদের নামে বিনা কারণে মানুষের হাতেই প্রাণ হারাচ্ছে মানুষ, অন্যদিকে পরিবার পরিত্যক্ত এক হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে এলেন এক মুসলিম নারী৷

বেঙ্গালুরুর হানামকোন্ডায় ‘সহৃদয়া’ নামের একটি বৃদ্ধাশ্রম চালান ইয়াকুবি বেগম ও তাঁর স্বামী ছটু৷ বছর দু’য়েক আগে রাস্তার ধারে প্রায় অর্ধমৃত অবস্থায় কীর্তি শ্রীনিবাসকে উদ্ধার করেন তাঁরা৷ বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি অপুষ্টি ও প্যারালাইসিসেও ভুগছিলেন তিনি৷ দুই বছর ধরে কীর্তিকে ভাল করে তোলার চেষ্টা করেন ইয়াকুবি৷ কিন্তু, দিনে দিনে অবস্থার অবনতি হয়৷ শেষে বুধবার মৃত্যু হয় কীর্তির৷

Advertisement

দু’বছরে কীর্তির সঙ্গে দেখা করতে একজনই মাত্র আত্মীয় এসেছিলেন৷ তাঁর কাছ থেকেই ইয়াকুবি জানতে পেরেছিলেন, পেশায় দর্জি কীর্তির এক ছেলে আছে, যার নাম সন্তোষ৷ আত্মীয়র মাধ্যমেই ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়৷ কিন্তু সন্তোষ জানায়, সে খ্রিস্টধর্ম গ্রহণ করেছে৷ তাই বাবার শেষকৃত্য করতে পারবে না৷

Advertisement

ঘটনা চক্রে ছটুও কাজের কারণে বাইরে ছিলেন৷ কীর্তির শেষকৃত্যের আগে তাঁর পক্ষে ফেরা সম্ভব হত না৷ তাই, দু’বছর ধরে যাঁর দেখাশুনা করেছেন, মৃত্যর পরেও তাঁকে সঙ্গ দিতে এগিয়ে আসেন ইয়াকুবি৷ মেয়ের মতোই কীর্তির শেষকৃত্য সম্পন্ন করেন হিন্দু আচার-অনুষ্ঠান মেনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ