Advertisement
Advertisement

Breaking News

যুবকের মৃত্যু

বাড়ির ছাদের হাইটেনশান তার! বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন।

Youth dies under mysterious circumstances in Rishra at Hooghly
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 16, 2019 9:26 pm
  • Updated:August 31, 2019 2:35 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: বাড়িওয়ালাকে শিক্ষা দিতে বাইরে থেকে বেশ কয়েকজন ডেকে এনেছিলেন ভাড়াটিয়া। শেষপর্যন্ত বাড়ির ছাদের বিদ্যুৎপৃষ্ট মারা গেলেন তাঁদেরই একজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়। কিন্তু কীভাবে বিদ্যুৎপৃষ্ট হলেন ওই দু’জন? তা স্পষ্ট নয়। বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[আরও পড়ুন: স্টেশন ছাড়ার পরই খুলে গেল ইঞ্জিন, আতঙ্ক শান্তিনিকেতন এক্সপ্রেসে]

রিষড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নয়াবসতি এলাকায় থাকেন হরিশংকর সিং। তাঁর বাড়িতে ভাড়া থাকে বেশ কয়েকটি পরিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি পরিবারের সঙ্গে বাড়িওয়ালা হরিশংকরের বিবাদ দীর্ঘদিনের। শুক্রবার সকালে সেই বিবাদ চরমে পৌঁছায়। ভাড়াওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম হয়। হরিশংকর সিং-কে শিক্ষা দিতে ওই ভাড়াটিয়া বাইরে থেকে কয়েকজন যুবককে ডেকে আনেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই যুবকেরা হরিশংকরের উপর চড়াও হন। ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। শোনা যাচ্ছে, নিচে যখন গোলমাল চলছে, তখনই বাড়ির ছাদের উঠে পড়েন কয়েকজন যুবক। ছাদের বিদ্যুৎবাহী তারে হাত লেগে যায় দু’জনের। ঘটনাস্থলেই মারা যান মনু যাদব নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় আর একজন ভরতি হাসপাতালে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে শ্রীরামপুর থানার পুলিশ। বাড়িওয়ালা হরিশংকর সিং-কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

এদিকে এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, বাড়ি ছাদের উপর দিয়ে কেন হাইটেনশান তার লাগানো হয়েছে? এলাকার শোকের ছায়া।

Advertisement

[ আরও পড়ুন: সীমান্তে সৌভ্রাতৃত্বের বার্তা, ভারত-বাংলাদেশের জওয়ানদের রাখি বাঁধলেন অগ্নিমিত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ