Advertisement
Advertisement

Breaking News

Afghanistan

তালিবানের হামলায় রক্তাক্ত দেশ, ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

জুলাই মাসের ২৭ তারিখ ভারত সফরে আসার কথা ছিল জেনারেল আহমেদজাইয়ের।

Afghanistan army chief cancels India visit amidst Taliban offensive | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 26, 2021 3:41 pm
  • Updated:July 26, 2021 3:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের হামলায় রক্তাক্ত আফগানিস্তান (Afghanistan)। দেশটির প্রায় চারশো জেলার মধ্যে দুশোটি দখল করেছে তারা বলে দাবি সন্ত্রাসবাদী সংগঠনটির। কান্দাহার ও হেরাতের মতো শহরগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে জেহাদিরা। এহেন সংকটের মুহূর্তে ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মহম্মদ আহমেদজাই।

[আরও পড়ুন: চিন-পাকিস্তান বৈঠকে কাশ্মীর নিয়ে আলোচনা, উঠল আফগানিস্তান প্রসঙ্গও]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জুলাই মাসের ২৭ তারিখ ভারত সফরে আসার কথা ছিল জেনারেল আহমেদজাইয়ের। কিন্তু পাহাড়ি দেশটিতে তালিবানি আগ্রাসনের মুখে পরিস্থিতি রীতিমতো জটিল হয়ে উঠেছে। হেরাত, জালালাবাদ, গজনি, কান্দাহারের মতো শহরগুলির ঘাড়ে নিশ্বাস ফেলছে তালিবান জঙ্গিরা। ইদের দিন কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে আছড়ে পড়ে একাধিক রকেট। অল্পের রক্ষা পান আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। ইরান, পাকিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান সীমান্তে বেশ কয়েকটি বর্ডার ক্রসিং দখল করেছে তালিবান। জঙ্গিদের ঠেকাতে পালটা হামালা চালাচ্ছে আফগান স্পেশ্যাল ফোর্সেস বা আফগান কমান্ডোরা। এহেন পরিস্থিতিতে নয়া রণনীতি তৈরি করতে আপাতত দেশ ছেড়ে বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মহম্মদ আহমেদজাই। কাবুলে থেকেই তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের নকশা প্রস্তুত করছেন তিনি।

Advertisement

এদিকে, তালিবান জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান বলে স্পষ্ট ভাষায় অভিযোগ জানিয়েছে আফগান প্রশাসন। রাষ্ট্রসংঘের এক পরিসংখ্যান মতে, চলতি বছর এপর্যন্ত গৃহযুদ্ধে অন্তত ১ হাজার ৬৫৯ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫৪ জন। উল্লেখ্য, মার্কিন ফৌজ সরতেই আফগানিস্তানে তুমুল লড়াই শুরু করেছে তালিবান (Taliban)। দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করেছে জেহাদি সংগঠনটি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আফগান সরকারি বাহিনীর বহু সৈনিক প্রাণ বাঁচাতে তাজিকিস্তান ও উজবেকিস্তানে পালিয়ে আশ্রয় নিচ্ছেন। ফলে কাবুলের পতন সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

[আরও পড়ুন: চিনের জলসীমায় ভারতীয় নাবিকদের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’, কর্মহীন হতে পারেন ২১ হাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ