Advertisement
Advertisement
Donald Trump

মাস্ক প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় বেজায় খুশি ট্রাম্প! ‘ঝগড়া’ এবার মেটার পথে?

দু'জনের বচসা নিয়ে চর্চা সারা বিশ্বে।

Donald Trump accepts Elon Musk's apology
Published by: Biswadip Dey
  • Posted:June 13, 2025 5:18 pm
  • Updated:June 13, 2025 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের ‘ঝগড়া’ নিয়ে সম্প্রতি চর্চা সারা বিশ্বেই। কিন্তু সেই ফাটল কি এবার মেরামত হতে চলেছে? ফের কি সন্ধির পথে তাঁরা? সম্প্রতি সোশাল মিডিয়ায় মাস্ক সাফ লেখেন, ট্রাম্পকে নিয়ে করা কয়েকটা পোস্ট নিয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত। তাঁর এভাবে জনসমক্ষে ক্ষমা চাওয়াকে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

গত বুধবার এক্স হ্যান্ডলে মাস্ককে লিখতে দেখা গিয়েছিল, ‘গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে আমার করা কয়েকটি পোস্টের জন্য আমি অনুতপ্ত। ব্যাপারটা অনেক দূর চলে গিয়েছিল।’ এদিকে ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ”উনি যেভাবে বলেছেন সেটা খুবই ভালো।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের দূরত্বের কথা এখন সর্বজনবিদিত। ক্রমেই চড়ছে বিরোধের ঝাঁজ। দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাস্কের সঙ্গে কথা বলার মতো ইচ্ছে নেই তাঁর। এখানেই না থেমে আরও বলেছিলেন, ‘বন্ধু’ মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ। ‘ইগো’ সরিয়ে রেখে তিনি নিজে মাস্কের কাছে যাবেন না সেটাও পরিষ্কার করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে মাস্কের গলাতেও শোনা যাচ্ছিল ক্ষোভের সুর। কিন্তু সম্প্রতি তিনি ‘স্টান্স’ বদলেছেন। লস অ্যাঞ্জেলস ইস্যুতে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন। বিক্ষোভকারীদের তোপ দেগেও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবার সরাসরি ট্রাম্পকে কুকথা বলার জন্য দুঃখপ্রকাশ করলেন টেসলা কর্তা। আর সেই ক্ষমা প্রার্থনায় তিনি যে খুশি তাও পরিষ্কার করে দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগার পক্ষেই সওয়াল করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement