Advertisement
Advertisement

Breaking News

Maldives

সরছে সেনা, মালদ্বীপে ভারতীয় প্রযুক্তিবিদদের প্রথম দল, কাটবে জট?

মালদ্বীপ থেকে ভারতে ফেরত পাঠানো হবে একটি হেলিকপ্টারও।

First group of Indian civilians reach Maldives to replace army | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 27, 2024 11:50 am
  • Updated:February 27, 2024 11:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার পরিবর্ত হিসাবে মালদ্বীপে (Maldives) পৌঁছে গেলেন ভারতীয় প্রযুক্তিবিদরা। সেনা সরানো নিয়ে মালদ্বীপের সঙ্গে ভারতের ‘অসন্তোষের’ মধ্যেই সেদেশে পা রাখলেন প্রযুক্তিবিদদের প্রথম দল। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়।

মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে বৈঠকের সময়েই ভারতের তরফে জানানো হয়, দীর্ঘ সময় ধরে সেদেশে মানবিক কারণে সহায়তা করে এসেছে সেনা। একাধিকবার ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করে দুর্গতদের উদ্ধার করা হয়েছে। তাই সেনা জওয়ানরা সরে গেলেও সমসংখ্যক প্রযুক্তিবিদদের সেদেশে পাঠাবে ভারত। সেই প্রস্তাব অনুযায়ী সোমবার মালদ্বীপে পৌঁছে গেলেন ভারতীয় প্রযুক্তিবিদদের প্রথম দল।

Advertisement

[আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে বাইপাস লাগোয়া কাদাপাড়ার জুটমিল, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

গত কয়েকবছর ধরে মালদ্বীপে ৮০ জন ভারতীয় সেনা জওয়ান (Indian Army) কর্মরত ছিলেন। ধাপে ধাপে আগামী ১৫মের মধ্যে সকলেই ভারতে ফিরে আসবেন। মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করবেন ভারতীয় প্রযুক্তিবিদরা। ইতিমধ্যেই তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিতে শুরু করেছেন ভারতের সেনা জওয়ানরা। আপাতত গান আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন ভারতীয় প্রযুক্তিবিদরা।

Advertisement

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একটি ভারতীয় হেলিকপ্টার ফিরিয়ে দেওয়া হবে মেরামতির জন্য। বুধবারের মধ্যেই ভারতীয় নৌসেনার জাহাজে চেপে আরেকটি হেলিপকপ্টার পৌঁছে যাবে মালদ্বীপে। আগামী ১০ মের মধ্যেই মালদ্বীপ থেকে সমস্ত সেনা সরিয়ে নেবে ভারত। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন চিনপন্থী মহম্মদ মুইজ্জু। তবে ভারতের তরফে সাফ জানানো হয়, দীর্ঘদিন ধরে মালদ্বীপের আমজনতাকে সাহায্য করেছে ভারত এবং আগামী দিনেও তাই করবে। সেই প্রস্তাবে সায় দেয় মালদ্বীপের বিদেশ মন্ত্রক। 

[আরও পড়ুন: গাজার যুদ্ধের প্রভাব! প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন শতায়েহ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ