Advertisement
Advertisement

পাকিস্তানের কাছেও বিপজ্জনক হাফিজ সইদ!

ভারতের কথাই অবশেষে মেনে নিল পাকিস্তান।

Hafiz Saeed is threat to Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 6:51 am
  • Updated:February 21, 2017 6:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন পাকিস্তানের পাশে দাঁড়াতে চিন হাফিজ সইদকে জঙ্গি ঘোষণায় নারাজ করছে, তখন পাকিস্তানই সইদকে জঙ্গি আখ্যা দিল৷ সম্প্রতি পাকিস্তানের কলন্দর মসজিদে জঙ্গি হামলার পর কার্যত নড়েচড়ে বসেছে পাক সেনাবাহিনী৷ আফগান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পাকিস্তানের ভিতরেই বেড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলির কার্জকলাপে রাশ টানতেই এবার সক্রিয় হচ্ছে পাক সেনাবাহিনী৷ পাকিস্তানের তরফে এই প্রথম হাফিজ সইদকে নিজেদের দেশের পক্ষেই হুমকি বলে মনে করছে তাঁরা৷

প্রসঙ্গত, জঙ্গি কার্যকপালের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বর্তমানে গৃহবন্দি অবস্থায় রয়েছে সইদ৷ সম্প্রতি পাকিস্তানের সইদ সম্পর্কে এহেন মতপ্রকাশ যে পরোক্ষভাবে ভারতকে কিছুটা হলেও স্বস্তিতে রাখছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷ সইদের বিরুদ্ধে ভারতের অভিযোগের পর সোজাসুজিভাবে না হলেও পাকিস্তানের এই কড়া মনোভাব যে আদপে ভারতের সিদ্ধান্তেই সম্মতি, তাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Advertisement

(ইসরো সেরা, অবশেষে স্বীকার করল চিন)

যদিও হাফিজের ভাইয়ের অভিযোগ, ভারতের চাপেই তার ভাইকে আটক করতে বাধ্য হয়েছে পাকিস্তান। ভারত এর মাধ্যমে কাশ্মীর সমস্যা থেকে বিশ্বের নজর ঘোরাতে চাইছে বলেও মনে করে সে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সন্ত্রাসবাদের ভিন্ন ব্যাখ্যা করতে চাইছে। দেশের প্রশাসনের ওপর চটে থাকলেও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রশংসা করেছে মাসুদ। তার মন্তব্য, শরিফ শান্তিপ্রিয়, তিনি কাশ্মীরিদের বন্ধু। কিন্তু ভারত পাকিস্তানের শান্তির চেষ্টাকে দুর্বলতা ভাবছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ