Advertisement
Advertisement
Gaza

দু সপ্তাহের অভিযান শেষ, গাজার বৃহত্তম হাসপাতাল ‘ধ্বংস’ করে বিদায় ইজরায়েলি সেনার

অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে আল শিফা হাসপাতালে, দাবি গাজার। তাঁদের মধ্যে অধিকাংশই আমজনতা। মৃতদের মধ্যে রয়েছেন চিকিৎসকরাও। আশেপাশে ছড়িয়ে থাকা মৃতদেহগুলোও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চেষ্টা করেছে ইজরায়েলি ফৌজ।

Israel troops withdraw after destroying biggest hospital in Gaza

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:April 2, 2024 9:01 am
  • Updated:April 2, 2024 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল (Al Shifa Hospital) কার্যত ধ্বংস করে দিল ইজরায়েলি সেনা। গত দু সপ্তাহ ধরে হাসপাতালে হামাস বিরোধী অভিযান চালাচ্ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর ফৌজ। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে আল শিফা হাসপাতাল। পুরোপুরি ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিষেবা।

গাজার (Gaza) বৃহত্তম হাসপাতালটিকে ঘাঁটি করে নাশকতা চালাচ্ছে হামাস, বারবার এই অভিযোগ এনেছে ইজরায়েল। তাই গত দু সপ্তাহ ধরে আল শিফা হাসপাতালে জঙ্গি দমন অভিযান চালিয়েছে সেদেশের ফৌজ। তাদের মুখপাত্রের তরফে বলা হয়, অন্তত ২০০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে হাসপাতালের অন্দরে। প্রাথমিকভাব অন্তত ৯০০ জনকে আটক করা হয়েছিল তার মধ্যে ৫০০ জনই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়াও হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি। তবে হাসপাতালে থাকা অসুস্থ ব্যক্তি বা চিকিৎসক বা আমজনতার কোনও ক্ষতি হয়নি। অসুস্থদের জন্য ওষুধ ও জলের ব্যবস্থা রাখা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: এখনও টাটকা বাল্টিমোরের ক্ষত, ফের আমেরিকায় সেতুতে ধাক্কা বার্জের

যদিও হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য় মন্ত্রকের দাবি, অন্তত ৩০০ জনকে হত্যা করেছে ইজরায়েলি ফৌজ। তাঁদের মধ্যে অধিকাংশই আমজনতা। মৃতদের মধ্যে রয়েছেন চিকিৎসকরাও। আল শিফা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু চিকিৎসার অভাবে মৃত্যু হয় অন্তত ১৬ জনের। হাসপাতাল চত্বরেই তাঁদের কবর দেওয়া হয়। কোনও মতে বেঁচে থাকা রোগীরা জানিয়েছেন, মোটেই চিকিৎসা হয়নি তাঁদের। উলটে ২৪ ঘণ্টা ধরে টানা বোমাবর্ষণ করেছে ইজরায়েলি (Israel) ফৌজ। একেবারে গুঁড়িয়ে দিয়েছে বৃহত্তম আল শিফা হাসপাতাল।

Advertisement

শুধু হাসপাতাল নয়, আশেপাশে ছড়িয়ে থাকা মৃতদেহগুলোও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চেষ্টা করেছে ইজরায়েলি ফৌজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আল সিফা হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে থাকতে পারেন। কিন্তু ধ্বংসস্তূপ পেরিয়ে অ্যাম্বুলেন্স পাঠানো কঠিন হয়ে পড়েছে। ইজরায়েলি সেনার অভিযান শুরুর আগে অন্তত ৩০০০ জন ছিলেন আল শিফা হাসপাতালের ভিতর। তাঁদের মধ্যে কতজনের মৃত্যু হয়েছে, সেই পরিসংখ্যান এখনও জানা নেই। কেবল পড়ে রয়েছে ভস্মীভূত হাসপাতাল।

[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ