Advertisement
Advertisement

Breaking News

Japan

খাঁচায় ঢুকে খাবার দিতে গিয়ে বিপত্তি, সিংহের হামলায় মর্মান্তিক পরিণতি চিড়িয়াখানার কর্মীর

দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ চিড়িয়াখানা।

Japan Zookeeper mauled to death by lion who forgetting to lock cage door | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 1, 2023 4:33 pm
  • Updated:October 1, 2023 4:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানে সিংহের হামলায় মৃত্যু হল চিড়িয়াখানার এক কর্মীর। সিংহটিকে খাবার দেওয়ার পরে খাঁচার দরজা আটকাতে ভুলে গিয়েছিলেন তিনি। তাতেই ভয়ংকর বিপত্তি ঘটে যায়। আচমকা শ্বাপদটি হামলা চালায় প্রৌঢ় কর্মীর উপরে। খাঁচায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি। বিষয়টি নজরে আসতেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

জাপানের (Japan) ফুকুশিমা অঞ্চলের তোহোকু সাফারি পার্কে ঘটে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হয়েছে ৫৩ বছরের কেনিচি কাতোর। জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাঘ, সিংহ, ভালুকের মতো মাংসাশী প্রাণীর দেখভাল করতেন কাতো। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই খাবার দিতে ঢুকেছিলেন সিংহের খাঁচায়। সাফারি পার্কের চিড়িখানার অন্য কর্মীদের বক্তব্য, সাধারণত মুহূর্তের জন্য খাঁচা খুলে খাবার দিয়েই দরজা বন্ধ করে দেন কর্মীরা। কিন্তু ভুল করেছিলেন কাতো।

Advertisement

[আরও পড়ুন: ‘সত্যম, শিবম, সুন্দরম’, গান্ধীজয়ন্তীর আগে লম্বা পোস্টে ‘হিন্দুত্ব’ বোঝালেন রাহুল গান্ধী]

জানা গিয়েছে, খাঁচা খুলে খাবার দেওয়ার দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। এর পর কোনও কারণে মেজাজ হারিয়ে হামলা চালায় সিংহটি। অন্য কর্মীরা হঠাৎই খেয়াল করেন, সিংহের খাঁচার এক ধারে জ্ঞান হারিয়ে পড়ে আছেন কাতো। তাঁর গলা থেকে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান চিড়িয়াখানা কর্মী।

Advertisement

[আরও পড়ুন: রাতের দিল্লিতে ‘বেঙ্গল অ্যাসেম্বলি’, তৃণমূলের ‘নীল নকশা’ ঘিরে জোর জল্পনা]

দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফুকুশিমার ওই চিড়িয়াখানাটি। ঘটনায় দুঃখপ্রকাশ করে কাতোর পরিবারের প্রতি বার্তা দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পার্কের ভাইস প্রেসিডেন্ট নরিচিকা কুমাকুবো বলেন, ‘আমরা কাতো এবং তার পরিবারের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থী।’ ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ