সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোরীয় উপদ্বীপে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! ফৌজকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। শুধু তাই নয়, জল্পনা উসকে সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিককে হঠাৎ বরখাস্ত করলেন তিনি।
সংবাদ সংস্থা কেসিএনএ সূত্রে জানা গিয়েছে, বুধবার ‘সেন্ট্রাল মিলিটারি কমিশনের’ বৈঠকে কিম শত্রুদের প্রতিহত করার বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীকে যে কোনও সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি নতুন অস্ত্রশস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম নিয়ে মহড়া দেওয়ারও নির্দেশ দেন তিনি। রিপোর্ট মোতাবেক, কিম বিভিন্ন অস্ত্র কারখানায় পরিদর্শনের জন্যও গিয়েছিলেন। এমনকী কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল ও তার সংলগ্ন এলাকাগুলি মানচিত্রে চিহ্নিত করছেন।
এরপরই জানা যায়, সেনাবাহিনীর চিফ জেনারেল পাক সু ইলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে কেন তাঁকে বরখাস্ত করা হয়েছে সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। পাক গত সাত মাস ধরে এই পদ সামলেছেন। তাঁর বদলে নতুন চিফ জেনারেল করা হয়েছে দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী রি ইয়ং গিলকে। তিনিও এর আগে সেনাপ্রধান হিসাবে কাজ করেছেন।
উল্লেখ্য, আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার লড়াই বহুদিনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহেও কিমের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্যের অভিযোগ করেছিল ওয়াশিংটন। অন্যদিকে, আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করছে দক্ষিণ কোরিয়াও। গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার বন্দরে প্রবেশ করেছিল মার্কিন নৌসেনার সাবমেরিন। তাতে অস্তিত্ব সংকটের আশঙ্কায় মিসাইল উৎক্ষেপণ করেছিল কিমের দেশ। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিপুল অস্ত্র সম্ভার নিয়ে উত্তর কোরিয়া যেকোনও সময় আঘাত হানতে প্রস্তুত।
প্রসঙ্গত, গতমাসেই খবর মিলেছিল গোপনে নতুন ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করে ফেলেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। যা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ও মিত্র দেশগুলি। কোরীয় উপত্যকা কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। যে কোনও মুহূর্তে ঘটতে পারে যুদ্ধের বিস্ফোরণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.