Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

মমতার কণ্ঠে ‘বাংলার মাটি’, দুবাইয়ে প্রবাসী বাঙালিদের সঙ্গে রাজ্য সংগীত গাইলেন মুখ্যমন্ত্রী

'বাংলার মাটি, বাংলার জল'কে রাজ্য সংগীত হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছিল বিধানসভায়।

Mamata Banerjee sings West Bengal's state song 'Banglar Mati' । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 22, 2023 9:36 pm
  • Updated:September 22, 2023 11:36 pm

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: দুবাইয়ে ‘বাংলার মাটি’। প্রথমবার সরকারি অনুষ্ঠানে গাওয়া হল বাংলার রাজ‌্য সংগীত। ‘বাংলার মাটি, বাংলার জল’কে রাজ‌্য সংগীত হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছিল বিধানসভায়। তবে সেই গানকেই রাজ‌্য সংগীত হিসাবে পরিবেশিত হল দুবাইয়ে প্রবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালক সবাইকে একসঙ্গে গানটি গাওয়ার কথা বললেন। মঞ্চে আমন্ত্রণ জানান মুখ‌্যমন্ত্রীকেও। সবাই উঠে দাঁড়ান। গলা মেলান মুখ‌্যমন্ত্রীও। এরপর সমবেতকণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। আর একেবারে শেষে উচ্চারণ করলেন, ‘জয় হিন্দ। জয় বাংলা। জয় ইন্ডিয়া।’

লগ্নি টানতে স্পেন সফরে মমতা। স্পেন ঘুরে বার্সেলোনা হয়ে বর্তমানে দুবাইয়ে বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার ‘মরুরাজ্যে’ বিশ্বখ্যাত লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করেন মমতা (Mamata Banerjee)। বিনিয়োগের আশ্বাস দেয় ওই সংস্থা। বাণিজ্য সম্মেলনে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির চিত্র তুলে ধরেন শিল্পপতিরা। এরপর প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে শেহাদ খানেম মুখ্যমন্ত্রীর হাতে নিজের লেখা বইয়ের বাংলা অনুবাদ তুলে দেন। দুবাইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের সংগঠনের তরফেও মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘সারে জাহা সে আচ্ছা…’, দুবাইয়ে প্রবাসীদের অনুষ্ঠানমঞ্চ থেকে সম্প্রীতির বার্তা মমতার]

প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল মমতাকে। বাংলা এবং আরবির সংমিশ্রণে ‘যদি তোর ডাক শুনে’ গান শুনে মুগ্ধ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত দিন বিমান বদলের জন্য দুবাই আসতাম। এবার এসে খুব ভালো লাগছে। আমি আবার আসব।” বাংলা ভাষায় আলাপচারিতা করেন মমতা। একের পর এক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নিজের বক্তব্য তুলে ধরেন। মমতার মুখে শোনা যায় মঞ্চ থেকে UNESCO স্বীকৃত বাংলার দুর্গাপুজোর প্রসঙ্গ। প্রবাসী বাঙালিদের বাংলার দুর্গোৎসব দেখতে আসার আহ্বানও জানান তিনি।
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: ৩৪ বছরের খরা কাটিয়ে সোনা ফলাচ্ছে বাংলা, দুবাইয়ে উচ্ছ্বসিত শিল্পপতিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ