Advertisement
Advertisement

Breaking News

ISIS

ইউরোপ জুড়ে সন্ত্রাস ছড়াতে চায় আইএস, নজরে প্যারিস অলিম্পিকও!

বিশ্ব জুড়ে লোন উলভস হামলার ডাক আইএসের!

Paris Olympics as new potential targets of ISIS

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 31, 2024 11:21 am
  • Updated:March 31, 2024 11:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোন উলভস হামলায় ছিন্নভিন্ন হয়ে যাবে বিরোধী প্রতিরোধ। হামলা চালানোর এমনই সতর্কবার্তা দিল ইসলামিক স্টেট (ISIS)– আইএস সেন্ট্রাল। পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই সতর্ক করা হয়েছে সমস্ত গুপ্তচর সংস্থাকে। আশঙ্কা, ইউরোপে নাশকতা বাড়ানোর পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠীটি। আর তাদের সম্ভাব্য টার্গেটের অন্যতম হতে পারে এবছরের প্যারিস অলিম্পিক। 

নিজেদের ইসলামিক স্টেটসের শাখা বলে দাবি করা আইএস সেন্ট্রাল বিশ্ব জুড়েই হামলার পরিকল্পনা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে। ধর্মযুদ্ধে তারা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ২০১৪ সালের জুনে রমজান মাস চলাকালীন যে খিলাফতের ডাক দিয়েছিল আইএস তারই এক দশক পূর্তিতে ফের বড় হামলা হবে এমনই বার্তা তাদের। সেই সময় একটানা তিন সপ্তাহ ধরে বিভিন্ন শহরে একের পর এক হামলা চালায় তারা। বিশ্বজুড়ে ইসলামিক শাসন ‘খিলাফত’ স্থাপনের লড়াই চালাচ্ছে ইসলামিক স্টেট। আমেরিকা থেকে আফ্রিকা জেহাদের আগুন জ্বালিয়ে দিতে তৎপর তারা। আইএসের ফৌজে রয়েছে উজবেক, তাজিক, কিরঘিজ, পাকিস্তানি ও ইরানি জঙ্গিরা। শুধু তাই নয়, আমেরিকা, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমি দেশ থেকে সদস্য জোগাড় করেছে আইএস। মস্কোর কনসার্ট হলে হামলাও তারই অঙ্গ বলে দাবি করেছিল ইসলামিক স্টেট। এবার আরও বড় হামলা করার পরিকল্পনা করে আইএস সেন্ট্রাল, এমনই দাবি তাদের। ফলে স্বাভাবিকভাবেই এমন খোলা হুমকির পর অনেক বেশি সতর্কতা নিচ্ছে সমস্ত প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন : অনলাইনে অর্ডার করা জন্মদিনের কেক খেতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট মেয়ে!]

একটি ৪১ মিনিটের বার্তায় ইসলামিক স্টেটসের নেতা আবু মুসাব আল জারওয়ারি জিহাদের ডাক দিয়েছে।বিস্ফোরক, বোমা, গুলির পাশাপাশি গাড়ির চাকার তলায় পিষে মারা, গলা কেটে হত‌্যার মতো নৃশংস হামলার ডাক দিয়েছে সে। ফলে সতর্ক হচ্ছে সমস্ত দেশই। পবিত্র রমজান মাসেই হামলা হতে পারে ভেবে নেওয়া হচ্ছে সুরক্ষা ব‌্যবস্থাও। প্রতিটি দেশই গুপ্তচর সংস্থাগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দিচ্ছে।

Advertisement

[আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পরই উত্তরবঙ্গে সভা প্রধানমন্ত্রীর, প্রচারে ঝড় তুলতে পর পর রাজ্যে মোদি-শাহ-নাড্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ