Advertisement
Advertisement

Breaking News

যিশুখ্রিস্ট

জ্বলছে গির্জা, দেখা দিলেন যিশু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বিস্ময়কর দাবি প্যারিসবাসীর।

People claim that they have seen silhoutte of Jesus under Notre Dame fire
Published by: Sucheta Sengupta
  • Posted:April 18, 2019 9:12 pm
  • Updated:April 18, 2019 9:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ আগুনে পুড়ে গিয়েছে ঐতিহ্যবাহী গির্জার চূড়া, স্থাপত্য৷ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করা যায়নি৷ অসহায়ের মতো প্যারিসবাসী দেখেছিলেন, লেলিহান অগ্নিশিখা গ্রাস করে নিচ্ছে গথিক স্থাপত্যের একেকটি চিহ্ন৷ কিন্তু তারই মাঝে কারও চোখে ধরা পড়েছিল এক অন্য দৃশ্য৷

[ আরও পড়ুন : ‘কেউ তো মিথ্যা বলছে?’ টুইটে মোদিকে খোঁচা পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার]

লেসলি রোয়ান নামে ৩৮ বছরের প্যারিসের বাসিন্দা স্কটল্যান্ডস ডেলি রেকর্ডসে জানিয়েছেন, ‘গতরাতের ছবিগুলো যখন খুঁটিয়ে দেখছিলাম, মনে হল ওই আগুনের মাঝে আবছা যিশুখ্রিস্টের অবয়ব৷ ভাল করে দেখলাম৷ যিশুর ছায়াটাও যেন জ্বলছিল৷’ লেসলি আরও বলছেন, ‘আমার মনে হয়, এসময়ে যিশুর আবির্ভাব প্যারিসবাসীকে কিছুটা সান্ত্বনা দিয়েছে৷ এমন দুঃসময়ে আমাদের পাশে রয়েছেন পরম করুণাময়৷’ তাঁর এই বক্তব্য শুনে টুইটারে একই অভিজ্ঞতার কথা ভাগ করেছেন কেলি স্কাবার্থ, ওতোদি জোশিয়া মারিওরা৷ তাঁরা সকলেই প্যারিসের বাসিন্দা৷ নোতর দামের চূড়া যখন পুড়ে যাচ্ছিল, তখন নাকি ওই আগুনের মাঝে আবির্ভূত হয়েছিলেন করুণার অবতার যিশু৷ এসব টুইট ছড়িয়ে পড়তেই আলোড়ন নেটদুনিয়ায়৷ সেসব টুইটে শেয়ারের বন্যা বয়ে গিয়েছে৷ অনেকেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করছেন সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

jesus

Advertisement

গত সোমবার৷ বিকেল নাগাদ নোতর দাম গির্জার পর্যটকদের চোখে পড়ে, জ্বলছে গির্জার ছাদ। লেলিহান শিখার সঙ্গে গলগল করে বেরিয়ে আসছে ঘন ধোঁয়ার কুণ্ডলী। গির্জার মাথাটা কার্যত আর দেখাই যাচ্ছে না। ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে আকাশ-বাতাস। সোমবার বিকেলে মধ্য প্যারিসের জনাকীর্ণ রাস্তায় হঠাৎই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে যান পথচারীরা। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় ৮৫০ বছরের পুরনো এই গির্জার আশপাশে। খবর ছড়িয়ে যায়, আগুন লেগেছে প্যারিসে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র, বিশ্বপ্রসিদ্ধ নোতর দাম গির্জায়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত শেয়ার হতে থাকে আগুনের ভয়াবহ ছবি ও ভিডিও।

[ আরও পড়ুন : পাকিস্তানে চলন্ত বাস থামিয়ে বন্দুকবাজের হামলা, নিহত ১৪ যাত্রী]

সেই ঘটনার পর কেটে গিয়েছে তিনটি দিন৷ নোতর দাম পুনর্নির্মাণে বিশ্ববাসীর সাহায্য প্রার্থনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ৷ এগিয়ে এসেছেন শিল্পপতিরা৷ পুনর্নির্মাণের জন্য ৫ বছর বন্ধ রাখা হবে প্রাচীন গির্জা৷ তারই মাঝে যিশুকাহিনি ছড়িয়ে পড়েছে মুখে মুখে৷ সেদিন আপন ঘরে অগ্নিকাণ্ড দেখে বুঝি অগণিত শিষ্যের দুঃখে তিনিও দুখী৷ চরম বিপদের মুখে দাঁড়িয়ে অগ্নিশিখার মধ্যে করুণাঘন মানবপুত্রের অবয়ব আবিষ্কার যুক্তিবাদীদের কাছে হাস্যকর ঠেকতে পারে, কিন্তু দুঃসময়ে প্রেম আর আত্মত্যাগের এই আদর্শের অনুভূতি হাজার হাজার বছর পরও মানুষের মনে কীভাবে জ্যান্ত থেকে গিয়েছে, এত এত টুইট-ই তার প্রমাণ৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ