Advertisement
Advertisement

ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, ফিদায়েঁ হামলায় মৃত একাধিক

রমজানের তোয়াক্কা না করেই হামলা৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2018 8:44 pm
  • Updated:June 4, 2018 8:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ ফিদায়েঁ হানায় ত্রস্ত কাবুল৷ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী৷ ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম আরও অনেকে৷ আশঙ্কা, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা৷ একজন মুসলিম ধর্মগুরুর বাড়ির সামনেই হয় ভয়ঙ্কর হামলাটি৷ জানা গিয়েছে, হামলা চালাতে মোটর সাইকেলে চেপে আসে আততায়ী৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি৷

[কিমের সঙ্গে দেখা করবেন আসাদ, অশনিসংকেত দেখছে আমেরিকা]

আফগান নাগরিকদের কাছে বরাবরই একটি ত্রাস জঙ্গি গোষ্ঠী তালিবান ও আইএস-এর আত্মঘাতী হামলা৷ এসবের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন পশ্চিম কাবুল এলাকার বাসিন্দারা৷ প্রতিবাদ জানাতে একজন মুসলিম ধর্মগুরুর বাড়ির সামনে জমায়েত হন তাঁরা৷ সেই জমায়েতকে টার্গেট করেই হামলা চালানো হয়৷ এক প্রত্যক্ষদর্শী জানান, মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে এলাকা৷ কান্নার আওয়াজ ও হাহাকারের শব্দ ছড়িয়ে পড়ে চারদিকে৷ জখমদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন৷ সমগ্র এলাকায় নামানো হয় সেনা৷ চলে টহলদারি৷ জানা গিয়েছে, চলতি রমজান মাসে বেশ কয়েকটি পরপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে৷ পবিত্র মাসের তোয়াক্কা না করেই মানুষ মারার খেলায় মেতেছে তালিবান ও আইএস৷

[জেগে উঠেছে আগ্নেয়গিরি, গুয়াতেমালায় মৃত ২৫]

গত সপ্তাহেই দেশের একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে হামলা চালায় জঙ্গিরা৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে টানা দু’ঘন্টা ধরে চলে তাদের লড়াই৷ এপ্রিল মাসেও কাবুলে ভয়াবহ হামলা চালায় তালিবানরা৷ ২৬ জন প্রাণ হারান৷ নিহতদের মধ্যে ছিলেন ন’জন সাংবাদিক৷ যাঁরা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির খবর তুলে ধরতে গিয়েছিলেন৷ এর আগে আরও একটি আত্মঘাতী বিস্ফোরণে আফগানিস্তানে প্রাণ যায় ৬০ জনের, গুরুতর জখম হয় কয়েকশো মানুষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ