সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ।দুশোর নিচে নামল একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা। সামান্য কমল মৃত্যুও। সবমিলিয়ে শনিবার তুলনায় সামান্য উন্নতি হল রাজ্যের করোনা পরিস্থিতির।
রাজ্জুড়ে বোটের আবহ। প্রতিদিনই হচ্ছে মিটিং-মিছিল-জন সমাবেশ। নির্বাচনী কমিশন যতই কোভিডবিধি মানার পরামর্শ দিক, সেই পরামর্শকে থোড়াই কেয়ার করছেন অনেকেই। ফলস্বরূপ রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার রাতের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯২ জন। যার মধ্যে ৭০ জন কলকাতার বাসিন্দা। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭ জন। আলিপুরদুয়ার, কালিম্পং এবং ঝাড়গ্রামে গত ২৪ গণ্টায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এই পরিসংখ্যানে কিছুটা হলেও স্বস্তিতে স্বাস্থ্যকর্তারা।
[আরও পড়ুন : স্বামী কোথায়? নবান্ন অভিযানে নিখোঁজ DYFI কর্মীকে খুঁজতে ব্রিগেডে স্ত্রী]
এদিন এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮ জন। যদিও তাঁদের মধ্যে অধিকাংশ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ইতিমধ্যে এ রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ৫ লক্ষ ৬১ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ২১৬ জন করোনা জয়ী হয়েছেন গত ২৪ ঘণ্টায়। যা দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। এদিকে রাজ্যের অ্যাকটিভ বা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। রবিবার সন্ধে পর্যন্ত এ রাজ্যে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ৩০৭ জন।
শনিবারের তুলনায় এ রাজ্যে করোনায় মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডে মৃত্যু হয়েছে ২ জনরে। একজন কলকাতা ও অপরজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ফলে এদিন বাংলার মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ২৬৮ জন। এ রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে ফের প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র।