Advertisement
Advertisement

Breaking News

TMC

পঞ্চায়েত ভোটের প্রার্থী নিয়ে মতানৈক্য! রাগে সৎ মাকে গলা কেটে ‘খুন’ TMC কর্মী ছেলের

পলাতক অভিযুক্ত।

A woman allegedy killed by her son in Islampur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 11, 2023 9:29 pm
  • Updated:June 11, 2023 9:29 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: মা-ছেলে দু’জনই তৃণমূল কর্মী, তবে দুই শিবিরের। ফলে পঞ্চায়েতের প্রার্থী নিয়ে দেখা দিয়েছিল মতানৈক্য। যার পরিণতি হল মর্মান্তিক। স্রেফ প্রার্থী নিয়ে দ্বন্দ্বের জেরে সৎ মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পলাতক অভিযুক্ত।

জানা গিয়েছে, মৃতার নাম আমনা খাতুন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা তিনি। দীর্ঘদিনের তৃণমূল কর্মী তিনি। এদিকে তাঁর সৎ ছেলে ইসতিয়াকও তৃণমূল কর্মী। তবে দুজন দুই আলাদা শিবিরের। ফলে প্রার্থী নির্বাচন হতেই মা-ছেলের দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মাঝে রবিবার সকালে মা, বাবা ও ইসতিয়াক বিহার সীমান্তের জিরোপানি এলাকায় গিয়েছিলেন একটি অনুষ্ঠান বিকেলে। বিকেলে সৎ মাকে নিয়ে ফিরে আসে ইসতিয়াক। সন্ধেয় বাড়ি ফেরে তার বাবা। ঘরে ঢুকতেই দেখেন স্ত্রীর গলাকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়।

Advertisement

[আরও পড়ুন: দলের প্রার্থীকে মনোনয়নে সহযোগিতার শাস্তি? আউশগ্রামে বিজেপি নেতার ‘হাত ভাঙল’ TMC!]

ঘটনাস্থলে গিয়েছে ইসলামপুর থানার পুলিস। দেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। মৃতার স্বামী বলেন, “স্ত্রীকে ছেলের সঙ্গে বাড়ি পাঠিয়েছিলাম। এসে দেখছি ছেলেই স্ত্রীকে জবাই করে দিয়েছে।” মৃতার জামাই মহম্মদ হাকিমেরও দাবি, শ্যালকই তাঁর শাশুড়িকে খুন করেছে। যদিও শুধু দলগত সমস্যা নয়, এর নেপথ্যে সম্পত্তিগত বিবাদও রয়েছে বলেই সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: মোদি-শাহ-নাড্ডা বাদ, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সফরে নেই বিজেপির কোনও কেন্দ্রীয় নেতাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ