Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: ‘বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো’, ঝাড়গ্রাম থেকে বিজেপিকে উৎখাতের ডাক মমতার

'বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না', তোপ মমতার।

'BJP quit India', Mamata Banerjee slams BJP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 9, 2023 2:38 pm
  • Updated:August 9, 2023 7:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিনই বিজেপিকে ‘দিল্লি ছাড়া’ করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সভায় মমতার ডাক,’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’ তৃণমূল নেত্রী বললেন, ‘সহ্যের সীমা ছাড়িয়েছে।’

বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে (BJP) বিতড়ণের ডাক দিয়ে বললেন, “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।” মমতার অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে গুরুত্বপূর্ণ শুধুই ভোট।”

Advertisement

[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছুটি বুদ্ধদেব ভট্টাচার্যের, আগামী একমাস বাড়িতেই থাকবেন পর্যবেক্ষণে]

গ্যাসের দাম থেকে ১৫ লাখি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) মসনদে বসার অযোগ্য বলেও তোপ দেগেছেন। তৃণমূল নেত্রীর দাবি, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না, শোষণ সহ্য করে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেসের পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি’, হাত শিবিরকে খোঁচা মোদির]

মমতা (Mamata Banerjee) এদিন স্পষ্ট করে দিয়েছেন, তাঁর একমাত্র লক্ষ্য বিজেপিকে উৎখাত করা। আর সেজন্য সব ধরনের লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। অভিভক্ত মেদিনীপুর বাসীর উদ্দেশে তাঁর আহ্বান, এই মেদিনীপুরের মাটি থেকে বহু সংগ্রাম শুরু হয়েছে, বিজেপি বিরোধী লড়াইটাও সেখান থেকেই শুরু হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ