Advertisement
Advertisement
বোমাতঙ্ক

তারাপীঠে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, আতঙ্কিত পুণ্যার্থীরা

কৌশিকী অমাবস্যার ভিড়ে আতঙ্ক ছড়ানোয় বাড়ানো হল নিরাপত্তা।

Bomb hoax in Birbhum's Tarapith Temple
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2019 1:31 pm
  • Updated:August 29, 2019 9:01 pm

নন্দন দত্ত, সিউড়ি: পরিত্যক্ত ব্যাগ ঘিরে তারাপীঠে বোমাতঙ্ক। বৃহস্পতিবার দ্বারকা নদীর সেতু পেরিয়ে মন্দির যাওয়ার পথে স্টেট ব্যাংক চত্বরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড এবং মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের।  আপাতত এলাকা ঘিরে রাখা হয়েছে।

কৌশিকী অমাবস্যার জেরে ইতিমধ্যেই সেজে উঠেছে তারাপীঠ। বাংলা, বিহার, ঝাড়খণ্ডের অগণিত মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরে। যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তাই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। তারই মাঝে শক্তিপীঠে বোমাতঙ্ক। দ্বারকা নদীর সেতু পেরিয়ে মন্দির যাওয়ার পথে স্টেট ব্যাংক চত্বরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কোনও পুণ্যার্থী ব্যাগটি ফেলে গিয়েছেন বলেই প্রথমে মনে করেন তাঁরা। তবে বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ব্যাগটির মালিকের খোঁজ না মেলায় সকলেই অবাক হয়ে যান। লোকমুখে ছড়িয়ে পড়ে ওই ব্যাগের মধ্যে বোমা রাখা হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন কৌশিকী অমাবস্যা উপলক্ষে মন্দিরে আগত ভক্তরা।

Advertisement

[আরও পড়ুন: চম্পাহাটিতে নিষিদ্ধ বাজি কারখানায় বিস্ফোরণ, জখম ২]

খবর পৌঁছায় বম্ব স্কোয়াড এবং মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের কাছে। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। পুণ্যার্থীদের সরিয়ে দিয়ে ওই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। পুলিশসূত্রে খবর, ব্যাগটিতে হিন্দি ভাষায় কিছু লেখা রয়েছে। ব্যাগের ভিতরে আদৌ কী রয়েছে, তা খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড।

Advertisement

[আরও পড়ুন: কোচবিহার মেডিক্যাল কলেজে আগুন, আতঙ্ক ছড়াল রোগীদের মধ্যে]

প্রতি বছরই কৌশিকী অমাবস্যায় কয়েক লক্ষ মানুষ ভিড় জমান তারাপীঠ। চলতি বছর বৃহস্পতিবার এই অমাবস্যা তিথি হওয়ায় ভিড় আরও বেশি হবে বলেই অনুমান মন্দির কর্তৃপক্ষের। তাই নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে পরিত্যক্ত ব্যাগটি ওই এলাকায় এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ