Advertisement
Advertisement

Breaking News

শান্তনু ঠাকুর-কাটমানি

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরদ্ধে কাটমানির পোস্টার, চাঞ্চল্য গাইঘাটায়

গোটা ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বর।

Bongaon: Cut Money poster against BJP MP Shantanu Thakur
Published by: Sulaya Singha
  • Posted:September 6, 2019 8:10 pm
  • Updated:September 6, 2019 8:37 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কাটমানির পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল গাইঘাটায়।

শুক্রবার সকালে স্থানীয় মণ্ডলপাড়া হাইস্কুলের গেটে সাংসদের বিরুদ্ধে ওই পোস্টার দেখেন স্থানীয়রা। এমনকী সোশ্যাল মিডিয়াতেও ওই পোস্টারের ছবি ছড়িয়ে পড়ে। যদিও স্কুলের গেট থেকে পোস্টারটি পরে ছিঁড়ে ফেলা হয়। ঘটনায় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, “ভোটের আগেই আমরা বলেছিলাম শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিটিংয়ের জন্য দু’কোটি টাকা নিয়েছেন। সেই টাকায় দামি গাড়ি, মোবাইল ফোন, সোনা গয়না কিনেছেন। এই পোষ্টার তারই বহিঃপ্রকাশ।

Advertisement

[আরও পড়ুন: ব্লক স্তরে ‘দিদিকে বলো’ কর্মসূচির দায়িত্বে যুব সভাপতিরা, ক্যানিং থেকে শুরু জনসংযোগ]

গোটা ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পালটা দিয়ে জানায়, সাংসদের স্বচ্ছ্ব ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার চালাতেই এই পোস্টার সাঁটানো হয়েছে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজেপি নেতৃত্ব বলে, প্রমাণ থাকলে সঠিক জায়গায় অভিযোগ জানাক। নাহলে মিথ্যা অপপ্রচার চালিয়ে কোনও লাভ হবে না। কে বা কারা ওই পোস্টার দেওয়ালে লাগিয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ। বাইরে থাকায় এব্যাপারে সাংসদ শান্তনু ঠাকুরের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement

poster

উল্লেখ্য, গতমাসেই বুদবুদের চাকতেঁতুল এলাকায় বিজেপি নেতা গৌতম চক্রবর্তীর নামে কাটমানির পোস্টার পড়েছিল। গৌতমবাবু জানিয়েছিলেন, পঞ্চায়েত প্রধান অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে একরাশ দুর্নীতির অভিযোগ তোলাতেই এভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে শাসকদল। দুর্নীতি ঢাকা দেওয়ার জন্যই এমন প্রয়াস। এবার শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কাটমানি পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়।

[আরও পড়ুন: মেয়ের নাবালিকা বান্ধবীকে ধর্ষণের অভিযোগে ধৃত এক ব্যক্তি, চাঞ্চল্য বনগাঁয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ