Advertisement
Advertisement
ডালুবাবু

‘গনি খানের নাম ভাঙানো মানব না’, স্লোগান তুলে ডালুবাবুকে ঘিরে ফের বিক্ষোভ

নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডালুবাবু।

Chaos in Congress candidate Abu Hasem Khan Chowdhury's rally
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 19, 2019 9:22 pm
  • Updated:April 19, 2019 9:41 pm

বাবুল হক, মালদহ:  ফের প্রচারে বেরিয়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালুবাবু। আবারও নিজের ‘গড়’ সুজাপুর বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।  রাখঢাক না করেই তার উদ্দেশ্যে গ্রামবাসীরা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘গনি খানের নাম ভাঙিয়ে আর কতদিন চলবে?’  ফের এই প্রশ্নের মুখোমুখি হয়ে বেশ অস্বস্তিতে মালদহ দক্ষিণের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী।

[আরও পড়ুন: দমদমে বিজেপি পার্টি অফিসে হামলায় জখম জেলা সম্পাদক, কাঠগড়ায় তৃণমূল]

শুক্রবার সকালে টোটো নিয়ে নির্বাচনী প্রচারে বের হন মালদহ দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি। কালিয়াচকের জালালপুর ফতেখানি, দুয়ানি গ্রাম, সেলিমপুর-সহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি। জানা গিয়েছে,  জালালপুর গ্রামে যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন ডালুবাবু। প্রায় ৪০ মিনিট তাঁকে আটকে রাখেন গ্রামবাসীরা। এলাকায় উন্নয়ণের বিষয়ে তাঁর কাছে কৈফিয়ত তলব করেন তাঁরা।  বিক্ষোভকারীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাস্তানাবুদ পরিস্থিতিতে পড়ে যান ডালুবাবু। তাঁর নিরাপত্তা রক্ষীরা গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করলেও নিজেদের দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বেগতিক বুঝে জালালপুরে প্রচার বন্ধ করে ফিরে যান কংগ্রেস প্রার্থী। এরপরই শাসকদলের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: নোডাল অফিসারের নিখোঁজ রহস্য, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ]

Advertisement

এ প্রসঙ্গে ডালুবাবু বলেন, “গোটা ঘটনাই তৃণমূলের চক্রান্ত। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তৃণমূলের গোলাম। এর আগেও আমি জালালপুরে এসেছি। তখন মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আজ তৃণমূলের দুষ্কৃতীরা চক্রান্ত করে এই কাজ করছে। ” পাশাপাশি গোটা বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। 

স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিন শেখ, আজিম শেখ-সহ অন্যান্যরা বলেন, “পাঁচ বছরে আমরা সাংসদকে দেখতে পাইনি। গ্রামে অনেক সমস্যা ছিল। তিনি একবারের জন্যও খোঁজ নেননি।” সেইসঙ্গে তাঁরা বলেন, ‘‘আমরা গনি খান সাহেবকে চিনি। তাঁকে শ্রদ্ধা করি। ওঁনার নাম ভাঙিয়ে কেউ বারবার ভোট নেবেন, এটা মেনে নেব না।’’ 

[আরও পড়ুন: রাস্তায় উঠে বাইক তুলে আছাড় দাঁতালের! দেখুন চাঞ্চল্যকর ভিডিও]

এ প্রসঙ্গে দক্ষিণ মালদহের তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মন্তব্য, “আসলে ডালুবাবুর পায়ের নিচের মাটি সরে গিয়েছে। উনি নির্বাচনী প্রচারে যেখানেই যাচ্ছেন, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। বিগত দিনে সাংসদ হওয়ার পর ডালুবাবুকে এলাকায় দেখতে পাননি সাধারণ মানুষ। সেই ক্ষোভ তো থাকবেই গ্রামবাসীদের মধ্যে।”  এদিনের বিক্ষোভ থেকেই দক্ষিণ মালদহে কংগ্রেসের অবস্থা বেশ স্পষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন ভিডিও:

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ