Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

উত্তর দিনাজপুরে আচমকা মুখ্যমন্ত্রীর সভাস্থল বদল, কারণ নিয়ে চলছে জোর চর্চা

সভাস্থল বদলের কারণ নিয়ে কী বলছে তৃণমূল?

CM Mamata Banerjee to visits Raiganj instead of Kaliaganj on 10 February ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 7, 2021 5:19 pm
  • Updated:February 7, 2021 6:05 pm

শংকরকুমার রায়, রায়গঞ্জ: আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভাস্থল বদল। আগামী ১০ ফেব্রুয়ারি কালিয়াগঞ্জের পরিবর্তে তাঁর সভা হবে রায়গঞ্জ স্টেডিয়ামে। কেন হঠাৎ করে সভাস্থল বদল করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।

আগামী ৯ ফেব্রুয়ারি বর্ধমান (Burdwan) সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মাটি উৎসবের উদ্বোধন করবেন তিনি। তারপর ১০ ফেব্রুয়ারি মালদহে (Maldah) জনসভা করার কথা রয়েছে তাঁর। মৌসম বেনজির নূর শনিবারই সেকথা জানিয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সফরের পর জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে। ওইদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের (Kaliaganj) চান্দোল হাটে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই অনুযায়ী প্রশাসনিক আধিকারিক এবং তৃণমূল নেতারা চান্দোল হাট পরিদর্শন করেন। তারপর আচমকা সিদ্ধান্ত বদল। জেলা তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান সেকথা। তিনি জানান, কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জ স্টেডিয়ামে (Raiganj Stadium) হবে সভা। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে। তাই সভার আগে সেখানে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ করেও দেখা হবে।

Advertisement

[আরও পড়ুন: বারণ সত্ত্বেও প্রেমিকের বাড়িতে মেয়ে! ক্ষোভে যুবকের দুই আত্মীয়কে ব্যাপক ‘মারধর’]

আচমকা সভাস্থল কেন বদল করা হল? স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, কালিয়াগঞ্জের চান্দোল হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। তাই সেখানে তৃণমূল নেতা-কর্মীদের পক্ষে পৌঁছতে সমস্যা হবে। তার পরিবর্তে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছনো অনেক সুবিধাজনক। সে কারণে সেখানেই হবে সভা। তবে অনেকেই বলছেন, তৃণমূলের দাবি যুক্তিযুক্ত নয়। সূত্রের খবর, কালিয়াগঞ্জে তৃণমূলের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল। আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) সেখানকার ফলাফল নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তাই সেখানে সভা করার সিদ্ধান্ত বদল করা হয়েছে। রায়গঞ্জের পরিস্থিতিও বিশেষ ভাল নয়। তবে তুলনামূলক বিচারে কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জের পরিস্থিতি ভাল। তাই সংগঠনের উন্নতিতে সেখানেই সভা করতে চলেছেন মমতা।

Advertisement

[আরও পড়ুন: ‘উত্তরপাড়া থেকে দাঁড়ান, রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব’, প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ কল্যাণের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ