Advertisement
Advertisement
Anupam Patra

দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল! ফেসবুক পোস্টে বীরভূমের বিজেপি কর্মীদের কড়া বার্তা অনুপমের

কেন এই কড়া বার্তা?

Controversy started over Anupam Patra's facebook post | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 3, 2023 2:42 pm
  • Updated:September 3, 2023 2:49 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিশেষ দায়িত্ব পেয়েই ফেসবুক পোস্টে বীরভূম বিজেপির নেতা-কর্মীদের কড়া বার্তা অনুপম হাজরার (Anupam Hazra)। কর্মীদের সতর্ক করার পাশাপাশি লিখলেন, “দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।” 

বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। সামনের বছর লোকসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই বিজেপিও। সেই কারণেই জেপি নাড্ডা বাংলার বিশেষ দায়িত্ব অনুপম হাজরাকে দিয়েছেন। সেই মতো কাজ শুরু করেছেন অনুপম। নতুন এই যাত্রা তিনি শুরু করেছেন বীরভূম থেকেই। কাজ শুরু করেই দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন অনুপম হাজরা।

Advertisement

[আরও পড়ুন: না জানিয়ে ট্রাক্টর বিক্রি করে দেওয়ায় অশান্তি! রাস্তায় শ্বশুরকে গুলি ঘরজামাইয়ের]

ফেসবুকে ঠিক কি লিখেছেন বিজেপি নেতা? তিনি লেখেন, “নতুন-পুরনো, সংগঠনে থাকা-বাইরে থাকা সমস্ত কার্যকর্তা ও নেতাদের উদ্দেশ্যে বলছি, মান-অভিমান অভাব অভিযোগ থাকলে মনে খুলে চার দেওয়ালের মধ্যে জানান। আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব আমার। আর যদি মনে হয় পার্টির সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমানটা বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকে ভেতরে ভেতরে দলের ক্ষতি করবেম, তাহলে আমি অনন্ত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যাতে আপনি কোনওভাবেই পদের অপব্যবহার করতে না পারেন।” আরও লেখেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।” এই পোস্টেই স্পষ্ট যে, দায়িত্ব নিয়েই সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া চেষ্টা শুরু করেছেন অনুপম। লক্ষ্য, অন্দর্কলহকে দূরে সরিয়ে একসঙ্গে লড়াই।

Advertisement

 

[আরও পড়ুন: উত্তরপাড়া স্টেশনে চলছে ইন্টার লকিংয়ের কাজ, চরম ভোগান্তি হাওড়া-ব্যান্ডেল ডাউন লাইনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ