Advertisement
Advertisement

Breaking News

রক্তদান

বিয়ের উপহার রক্তদান, অভিনব আয়োজনে সচেতনতার বার্তা নবদম্পতির

বিয়েতে রক্তদাতা ২৫ জন পেলেন সুপুরি গাছের চারা৷

Couple organises blood donation camp on their marriage
Published by: Sucheta Sengupta
  • Posted:May 6, 2019 8:57 pm
  • Updated:May 6, 2019 8:57 pm

পলাশ পাত্র, তেহট্ট: কাজের সূত্রেই দু’জনের মধ্যে সম্পর্কটা গড়ে উঠেছিল। দুই বাড়ির সহমতে চার হাত এক হওয়ার প্রক্রিয়া শুরু হয়। নদিয়ার পলাশিপাড়া থানার কৃষ্ণনগর, রাধানগর গ্রামের পাত্র দেবজ্যোতি রায় ও পাত্রী শিল্পী বিশ্বাস নিজেদের বিয়েতে রাখলেন অনন্য নজির৷ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপহার হিসেবে দিলেন রক্ত৷ রক্তদান শিবিরের আয়োজন করে পলাশিপাড়ার এই দম্পতি নজর কাড়লেন৷

নিজেদের বিয়েতে একেবারে অভিনব উদ্যোগ নিলেন পলাশিপাড়ার দেবজ্যোতি ও শিল্পী৷ সাধারণ মানুষের সাহায্যার্থে এবং অন্যদের বার্তা দিতে রক্তদান শিবিরের আয়োজন করলেন। কোনও উপহার নয়,বিয়েতে ভালবেসে রক্ত দিতে হবে। বিয়েতে আসা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে সেইমতো রক্তদান শিবিরের প্রস্তুতি নেওয়া হয়। যাঁরা রক্ত দিলেন, তাঁদের প্রত্যেকের হাতে তুলে দিলেন একটি করে গাছের চারা। সোমবার পঁচিশ জন রক্তদান করেন। গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট থাকে। এই সমস্যা মেটাতে সোমবার বিয়ের মণ্ডপের পাশে রক্তদান শিবির করে শিল্পী, দেবজ্যোতি যে আলাদা নজির গড়লেন-তা বলাই যায়। 

Advertisement

[ আরও পড়ুন: ‘অশান্তিতে জড়িও না’, বাবার পরামর্শে বীজপুরের বাইরে বেরলেন না শুভ্রাংশু]

বছর তেত্রিশের শিল্পী দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন দেখত। সেই স্বপ্ন এদিন সফল হয়েছে বলে শিল্পী জানালেন। তিনি বলেন, ‘আমি নাবালিকা থাকার সময় থেকেই রেডক্রসের সদস্য। প্রায় কুড়ি বছর ধরে কাজ করছি। এদিন আমার ভাল লাগছে। আমার বাড়ির লোকজন, ওর বাড়ি থেকেও রক্তদান করতে এসেছিল। আমি উপহার চাই না। আমি ভালবেসে বলেছি রক্ত দেওয়ার কথা। আমি রক্তাদাতাদের হাতে তুলে দিয়েছি সুপুরি গাছের চারা।’ এমনিতে সুপুরি গাছের বৃদ্ধির জন্য খুব বেশি জায়গা লাগে না৷ সুপুরি গাছের একাধিক সুবিধা আছে৷

Advertisement

[ আরও পড়ুন: টানা ৫৯ দিন বন্ধ থাকবে স্কুল, ছুটি কমানোর দাবিতে সরব পড়ুয়ারা]

পলাশিপাড়া থানার কৃষ্ণনগর ও রাধানগর গ্রামের মধ্যে তিন কিলোমিটার দূরত্ব। শিল্পী, দেবজ্যোতির সম্পর্ক দুই গ্রামের মধ্যে নিবিড় করে দিয়েছিল। এদিন দুই গ্রামের মানুষ রক্তদানে উপস্থিত থেকে তা আরও মজবুত করে দিল। পেশায় একটি বেসরকারি সংস্থায় কাজ করা বছর পঁয়ত্রিশের দেবজ্যোতি রেডক্রসের সদস্য হওয়ায় বরাবর সচেতন। সেও খুব খুশি। বিয়েতে এমন অভিনব উদ্যোগ নিয়ে রেডক্রসের তেহট্ট মহকুমার অপূর্ব ঘোষ বলেন, ‘আমার খুব ভাল লাগছে। এই দু’জনই আমাদের আজীবন সদস্য। শিল্পীর বিয়েতে রক্তদানের ইচ্ছা বহুদিনের। সেই ইচ্ছাপূরণ হয়েছে। এদিন পঁচিশ জন রক্ত দিয়েছেন।’ তেহট্ট দুই বিডিও শুভ্রসিংহ রায় বলেন, ‘এটা নিঃসন্দেহে খুব ভাল ঘটনা।  মানুষের মধ্যে আগামী দিনে এর প্রভাবও পড়বে৷’ এর আগেও ছেলের পাঁচ বছরের জন্মদিন পালন করতে এভাবেই রক্তদান শিবিরের আয়োজন করে নজর কেড়েছিলেন বর্ধমানের এক দম্পতি৷ সেখানেও রিটার্ন গিফট হিসেবে ছিল চারাগাছ৷ এবার শিল্পী,দেবজ্যোতিও সে পথে হেঁটে আরও অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়ালেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ