Advertisement
Advertisement
Durga Puja 2023

Durga Puja 2023: সন্ধিপুজোয় ১০৮ পদ্ম জোগাড়ে হিমশিম অবস্থা, প্রতি পিস ৫০ টাকা!

পুজোর বাজারে অন্যান্য ফুলেরও দাম বেড়েছে।

Durga Puja 2023: lotus prices are high before Sandhi Puja | Sangbad Pratidin

ছবি - অমিত সিং দেও

Published by: Suparna Majumder
  • Posted:October 22, 2023 1:00 pm
  • Updated:October 22, 2023 1:00 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ১০৮ গোলাপি পদ্মে মায়ের চরণ সাজাতে এবার হিমশিম অবস্থা। কারণ চাহিদা বাড়লেও পর্যাপ্ত জোগান নেই। তাই তো শনিবার মহাসপ্তমীতেই বাংলা জুড়ে এক-একটি পদ্মের দাম উঠল ৫০ টাকা। তা এ রাজ্যের হোক বা ওড়িশা, বেঙ্গালুরু।

Lotus

Advertisement

কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে বাংলার এক-একটি পদ্ম ৩০ টাকায় বিক্রি হলেও সেখান থেকে কলকাতার বিভিন্ন ছোট-ছোট ফুলবাজার, শহরতলি-সহ জেলাগুলির বাজারে ওই পদ্ম ৫০ টাকায় বিক্রি হয়। ওই বাজারগুলো থেকে একেবারে ক্ষুদ্র ফুল ব্যবসায়ীরা যে তাঁদের দোকানে পদ্ম নিয়ে আসবেন সেই সাহস দেখাতে পারছেন না। কারণ পুজো আয়োজকরা ছাড়া পদ্মের এমন চড়া দামে ঘরের নিত্য পুজোয় গৃহস্থরা তা সংগ্রহ করতে পারছেন না। পুজোয় বাংলা জুড়ে প্রায় এক কোটি পদ্মের চাহিদা থাকে। তবে শুধু পদ্ম নয়। নীল অপরাজিতা-সহ অন্যান্য ফুলের দামও বেশ চড়া। আসলে নিম্নচাপের জেরে একাধিক জেলায় বন্যা ও বর্ষণজনিত কারণে জলাশয়ে থাকা পদ্ম নষ্ট হয়ে গিয়েছে। ফলে বিভিন্ন জেলা থেকে আসা পদ্ম হিমঘরে যে মজুত রাখা হবে তার উপায়ও বিশেষ ছিল না। তবুও হিমঘরে কিছু মজুত রাখা হয়। যা সপ্তমীর সকাল থেকে বিক্রি হতে শুরু করে। এদিন সাতসকালে পদ্ম চাষ হওয়া জেলার বিভিন্ন জলাশয়ে দেখা যায় প্যাকেট করে পদ্ম যাচ্ছে কলকাতার মল্লিকঘাট ফুল বাজারের উদ্দেশ্যে।

Advertisement

[আরও পড়ুন: Durga Puja In Village: পুজোর সময়ই হারিয়েছিলেন বাবাকে, শোক ভুলে আজও নাটুয়া নাচে মাতেন পুরুলিয়ার শিল্পী]

আসলে এবার সন্ধিপুজো একেবারে বিকালের দিকে। আর এই সন্ধি পুজোতেই ১০৮ পদ্মের প্রয়োজন। ফলে আজ, রবিবার মহাষ্টমীর সকালেও যে পদ্ম বিক্রি হবে তা বোঝাই যাচ্ছে। ফলে আজ যে দাম আরও বাড়বে তা স্বীকার করে নিয়েছেন ফুল চাষি থেকে ব্যবসায়ীরা। সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ‘‘পুজোর সময় পদ্ম জোগাড় করতে ফি বছরই হিমশিম খেতে হয়। কারণ পুজোর আগে বরাবর বৃষ্টির জন‌্য ফুলের দফারফা হয়ে যায়। তবে এবার পরিস্থিতি বেশ খারাপ। সেই কারণেই কলকাতার মল্লিকঘাট ফুল বাজারে এক একটি পদ্ম সপ্তমীর সকালে ৩০ টাকায় বিক্রি হলেও ওখান থেকে যাওয়া পদ্ম কলকাতার বিভিন্ন বাজারে ৫০ টাকায় বিকোচ্ছে। অষ্টমীর সকালে দাম আরও বাড়লেও অবাক হওয়ার কিছু নেই।’’

Lotus
কলকাতার মল্লিকঘাট ফুলবাজার-সহ রাজ্যের বিভিন্ন জেলার ফুলবাজারে এদিন রজনীগন্ধা ৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। বেল ১১০০ টাকা, জুঁই ১২০০ টাকা, দোপাটি ১৭৫ টাকা, অপরাজিতা ৪০০ টাকা, লাল গাঁদা ২০০ টাকা, হলুদ গাঁদা ২৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গোলাপ ৬ টাকা প্রতি পিস। তিন ফুট সাইজের লাল গাঁদার মালা ৩০ টাকা, হলুদ গাঁদার মালা ৩৫ টাকা প্রতি পিস বিক্রি হয়েছে। সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ি সমিতির তরফে জানানো হয়েছে, পুজো পর্যন্ত ফুলের দাম এমনই চড়া থাকবে। কারণ এখনও পূর্ব মেদিনীপুর, হাওড়ার মতো জেলাগুলিতে যেখানে সবচেয়ে বেশি ফুল চাষ হয় সেখানকার চাষাবাদের জমিতে জল নামেনি। ফলত, ওই জমিগুলিতে আগামী দু’মাস ফুল আসার কোন সম্ভাবনা নেই। নতুন করে বাগান তৈরি না করলে সেখানে ফুল আসবে না। ফলে ভিন রাজ্য থেকে ব্যাপক হারে ফুল আসছে।

বর্ষনজনিত কারণ ছাড়াও সেপ্টেম্বরের শেষে প্রচন্ড গরম এবং মেঘলা আবহাওয়ার কারণেও ফুলের উৎপাদন ব্যাহত হয়। এই কারণেই দাম এমন আকাশছোঁয়া। শুক্রবার ষষ্ঠী থেকে ট্রেনে বেঙ্গালুরু, ওড়িশার পদ্ম কলকাতায় আসে। কিন্তু বেঙ্গালুরুর পদ্ম মাঝারি সাইজের হলেও গুণগত মান ভালো নয়। ওড়িশার পদ্ম সাদা রঙের আকৃতিতে ছোট। আর বঙ্গের পদ্মের যেমন গুণগত মান তেমনই তার গোলাপি রঙা সৌন্দর্য। এই পদ্ম দিয়েই যে মায়ের চরণ সাজাতে চান পুজো আয়োজকরা। কিন্তু বিধি বাম! এখন হাতের কাছে যে পদ্ম মিলছে সেটাই সংগ্রহ করে রেখে দিচ্ছেন পুজো উদ্যোক্তারা।

[আরও পড়ুন: Durga Puja: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ