Advertisement
Advertisement

Breaking News

প্রার্থী, বিজেপি

প্রকাশ্যে দলের অন্তর্কলহ, রানাঘাট কেন্দ্রে মনোনয়ন পেশ বিজেপির ৪ প্রার্থীর

গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব৷

Four BJP candidates files nomination in same seat for LS poll
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 9, 2019 5:36 pm
  • Updated:April 17, 2019 6:01 pm

পলাশ পাত্র, তেহট্ট:  চাকরিতে ইস্তফা নিয়ে টানাপোড়েনের মাঝেই মনোনয়ন পত্র জমা দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মুকুটমণি অধিকারী। তবে  বিজেপির মনোনয়ন পেশকে কেন্দ্র করে আবারও প্রকট হল বিজেপির অন্তর্কলহ। কারণ, এদিন বিজেপির তরফে মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন। আর তা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টি মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

[আরও পড়ুন:  আসানসোলে প্রচারে বেরিয়ে আক্রান্ত সিপিএম প্রার্থী, রাস্তায় ফেলে বেধড়ক মার়]

সোমবার থেকেই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারীর মনোনয়ন পেশকে কেন্দ্র করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। আদৌ তিনি মনোনয়ন পেশ করতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনা আদালত পর্যন্তও গড়ায়। এই পরিস্থিতিতেই মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন মুকুটমণি অধিকারী। তবে তাঁর আবেদন গৃহীত হবে না খারিজ, তা নির্ভর করছে হাই কোর্টের রায়ের উপর। 

Advertisement

তবে এদিন মনোনয়ন পেশকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এদিন বিজেপির তরফে মনোনয়ন পেশ করেছেন মোট ৪ জন। মুকুটমণি ছাড়া বাকিরা হলেন, নদিয়া বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ সরকার, বিজেপির জেলাস্তরের নেতা সুজিত বিশ্বাস ও বিশিষ্ট অধ্যাপক মানবেন্দ্র রায়। কিন্তু একই কেন্দ্রে কেন মনোনয়ন পেশ করলেন ৪ প্রার্থী ? এবিষয়ে জগন্নাথ সরকার জানিয়েছেন, ‘দলের তরফে ২ জনকে মনোনয়ন পেশের অনুমতি দেওয়া হয়েছে।’ কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মুকুটমণি অধিকারীর মনোনয়ন গৃহীত হবে কিনা, তা নিয়ে যেহেতু কোনও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে ন, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে দল। তাঁর অভিযোগ, বাকি ২ প্রার্থী দলের অনুমতি ছাড়াই মনোনয়ন পেশ করেছেন।

Advertisement

[আরও পড়ুুন: ‘৫৪৩টি আসনেই শূন্য পাবে বিজেপি’, নির্বাচনী জনসভায় চ্যালেঞ্জ মমতার]

তবে মানবেন্দ্র রায় এবং সুজিত বিশ্বাসের দাবি, দলের নির্দেশেই মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। তবে দলের পছন্দের তালিকার শীর্ষে মুকুটমণি। তা নিয়ে দ্বিমত প্রকাশ করেননি কেউই। দলের অন্তর্কলহ প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে তাঁদের সম্পর্ক অত্যন্ত ভাল। তাই গোষ্ঠী কোন্দলের কোনও প্রশ্নই নেই। পাশাপাশি তাঁরা বলেন, সংগঠন বড় হয়েছে, বিজেপির তরফে যেই প্রার্থী হোন না কেন, তাঁর জয় নিশ্চিত। সবমিলিয়ে বলা যেতেই পারে, প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তার মাঝে রানাঘাট কেন্দ্রে জয় নিয়ে বেশ আশাবাদী গেরুয়া শিবির।     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ