Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘চোর’ স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু, গ্রামবাসীদের মারধর নিরাপত্তারক্ষীদের!

পুরন্দরপুরে সভা সেরে রামপুরহাটে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীদের হাতে মার খান দুই নিরীহ গ্রামবাসী।

Lok Sabha Election 2024: Suvendu Adhikari looses cool, security detail thrash villagers at Birbhum

ফাইল চিত্র

Published by: Sucheta Sengupta
  • Posted:May 10, 2024 7:39 pm
  • Updated:May 10, 2024 7:50 pm

নন্দন দত্ত, সিউড়ি: লোকসভা ভোটের প্রচারে গিয়ে ‘চোর’ স্লোগান শুনেই মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তাঁর নিরাপত্তারক্ষীরা সাধারণ গ্রামবাসীদের ব্যাপক মারধর করেন। তাঁরা অল্পবিস্তর জখম হয়েছেন। শুক্রবার এনিয়ে তীব্র উত্তেজনা ছড়াল সিউড়ি ২ নং  ব্লকের পুরন্দরপুর এলাকায়। 

এদিন পুরন্দরপুরেই বীরভূমের বিজেপি (BJP) প্রার্থী  দেবতনু ভট্টাচার্যের সমর্থনে  জনসভা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ভোটে কেউ বাধা দিতে এলে তাঁকে হোয়াটসঅ্যাপ করে জানাতে। ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে  কোমর ভেঙে দেওয়া হবে। এসবের পর তিনি পুরন্দরপুর থেকে বেরিয়ে যাচ্ছিলেন রামপুরহাটে, অমিত শাহর (Amit Shah)সভায় যোগ দিতে। এমন সময়েই ঘটে ঘটনাটি।

Advertisement

[আরও পড়ুন: মদ খেয়ে রাস্তায় তাণ্ডব মহিলাদের, পুলিশকে কামড়! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

জানা গিয়েছে, সাঁইথিয়া-বোলপুর সংযোগকারী রাস্তায় চন্দন দত্ত নামে এক দোকানির চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন কয়েকজন।  অভিযোগ, শুভেন্দুর কনভয় দেখে তাঁরা ‘চোর’, ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন।  তা শুনেই মেজাজ হারান বিরোধী দলনেতা। তাঁর নিরাপত্তারক্ষীরা (Security) গাড়ি থেকে নেমে দুই গ্রামবাসীকে মারধর করেন। তাঁদের মধ্যে দোকানদার চন্দন দত্ত ও শেখ মহিউদ্দিন নামে দুজন জখম হন। তাঁদের হাতে চোট লাগে। ঘটনার খবর পেয়ে সিউড়ির তৃণমূল (TMC) ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, বিরোধী দলনেতা এভাবেই বারবার মেজাজ হারাচ্ছেন। এবং সেই কারণে তাঁর রক্ষীদের হাতে মার খেতে হল নিরীহ গ্রামবাসীদের। এখনও বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে শুভেন্দুর আচরণে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের]

শুক্রবার দিনভর একাধিকবার মেজাজ হারিয়েছেন শুভেন্দু। পুরন্দরপুরের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে প্রশ্ন করায় সংবাদমাধ্যমের নাম জানতে চান তিনি। নাম শুনে রীতিমতো ক্ষোভের সুরে বলেন,  কোনও কোনও চ্যানেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বেশি তোল্লা দিচ্ছে। তাদের কোনও প্রশ্নের জবাব তিনি দেবেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ