Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘ভোটে জেতার জন্য আরএসএসের সাহায্য নিচ্ছে কংগ্রেস’, তোপ মমতার

দার্জিলিংয়ে ইভিএমে শুরুতেই নোটা থাকায় বিরক্ত মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee attacked Congress in an election campaign
Published by: Sayani Sen
  • Posted:April 10, 2019 3:18 pm
  • Updated:April 17, 2019 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু হবে প্রথম পর্বের ভোটগ্রহণ৷ বৃহস্পতিবার কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু’টি আসনে হবে ভোটাভুটি৷ তার আগে দিনকয়েক ধরে উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিটি সভা থেকেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ কিন্তু বুধবার চোপড়ার সভায় শুধু বিজেপিই নয়, নাম না করে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি এবং অভিজিৎ মুখোপাধ্যায়কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ ভোটে জেতার জন্য আরএসএসের সঙ্গে আঁতাঁতের অভিযোগ করলেন তিনি৷

[ আরও পড়ুন: ভোটের আগে উত্তপ্ত কোচবিহার, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ফের বিক্ষোভ]

৫৪৩টি আসনে একটিও ভোট পাবে না বলে রায়গঞ্জের সভা থেকে মঙ্গলবার বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই চোপড়ার সভায় আরও চড়ল আক্রমণের সুর৷ বাংলা-সহ অন্যান্য রাজ্যে লোকসভা আসনে জয় যেমন অনিশ্চিত গেরুয়া শিবিরের, তেমনই ভোটের পর তারা অস্তিত্ব সংকটে ভোগার আশঙ্কা প্রকাশ করেন দলনেত্রী৷ তবে শুধু বিজেপিই নয়, এদিনের সভা থেকে কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, বাংলায় জয়ী হবে না, একথা বুঝতে পেরে নাকি ভয় পেয়ে গিয়েছে বিজেপি-কংগ্রেস৷ তাই ভোটে জেতার জন্য আরএসএসের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস৷ এই ইস্যুতে নাম না করে মুর্শিদাবাদের বহরমপুর এবং জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরি এবং অভিজিৎ মুখোপাধ্যায়কে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: বাড়ির সামনে ‘চৌকিদার চোর হ্যায়’ লেখা ফ্লেক্স জ্বালিয়ে দিলেন বিরক্ত বাবুল]

বাংলার উন্নতির স্বার্থে বিজেপিকে ভোট দেওয়া যে কোনওভাবেই উচিত হবে না, এদিনের মঞ্চ থেকে মোদিকে আক্রমণের মাধ্যমে বারবার সেকথা স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী৷ মোদির একাধিকবার বিদেশ ভ্রমণ, গোরক্ষার নামে তাণ্ডব, বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করেন তিনি৷ তৃণমূল শুধু এ রাজ্যেই নয়, দিল্লিতে সরকার গড়বে বলেও আত্মবিশ্বাসের সুর দলনেত্রীর গলায়৷

Advertisement

[ আরও পড়ুন: ‘ভাটপাড়ায় আস্থা ভোটে হার দিয়ে পতন শুরু বিজেপির’, তোপ জ্যোতিপ্রিয়র]

দার্জিলিংয়ের ইভিএমে প্রথমেই নোটা চিহ্ন থাকার ঘটনায় বিরক্ত তৃণমূল৷ ইতিমধ্যেই এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ দলীয় নেতৃত্ব৷ দার্জিলিংয়ের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে চোপড়ার প্রচার মঞ্চ থেকেও এ বিষয়েও তোপ দাগেন দলনেত্রী৷ তাঁর অভিযোগ, প্রথমে নোটা চিহ্নের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করা চেষ্টা হচ্ছে৷ তবে বিভ্রান্ত না হয়েই জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলনেত্রী৷ এদিকে, চোপড়া যাওয়ার পথেই এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের যাত্রাপথ নিয়ে গন্ডগোল দেখা যায়৷ যার জেরে সভাস্থলে পৌঁছাতে প্রায় ৫৫ মিনিট সময় লেগে যায় তাঁর৷ সীমান্তের কাছাকাছি এলাকায় সভাস্থল হওয়ায় বেশ কিছুটা আশঙ্কা তৈরি নয়৷ এই ঘটনার পর নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ